Advertisement
E-Paper

আকাশছোঁয়া দাম রণবীর-আলিয়ার নতুন বাসস্থানের! ছাড়িয়ে গেলেন শাহরুখ-অমিতাভকেও

বিলাসবহুল এলাকা বান্দ্রা পালি হিলে অবস্থিত এই বাড়ি। ছ’তলা বাড়ির ছবিও নেটপাড়ায় ইতিমধ্যেই ভাইরাল। বহু বছর ধরে এই বাড়ি তৈরি হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৯:১০
ranbir Kapoor and Alia Bhatt to soon move into their new house

রণবীর-আলিয়ার নতুন বাড়ির দাম কত? ছবি: সংগৃহীত।

অবশেষে অপেক্ষার অবসান। বহু দিন ধরে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় স্বপ্নের বাড়ির অপেক্ষায় ছিলেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। অবশেষে সেই বাড়ি প্রস্তুত। প্রস্তুত হতেই নতুন নজির গড়েছে বাড়িটি। এর চেয়ে বেশি দামের বাড়ি ভারতের আর কোনও তারকার নেই বলে জানা যাচ্ছে। এমনকি, শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’কেও ছাপিয়ে গিয়েছে রণবীর ও আলিয়ার নতুন বাসস্থান।

মুম্বইয়ের অন্যতম আকর্ষণ হল ‘মন্নত’। সেই বাড়ির দাম ২০০ কোটি টাকা। রণবীর-আলিয়ার নতুন বাড়ির দাম ২৫০ কোটি টাকা। এর চেয়ে বেশি দামের বাড়ি ভারতে আর কোনও বলিউড তারকার নেই। রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজের নামে এই বাড়ির নামকরণ হচ্ছে বলেও জানা গিয়েছে।

বিলাসবহুল এলাকা বান্দ্রা পালি হিলে অবস্থিত এই বাড়ি। ছ’তলা বাড়ির ছবিও নেটপাড়ায় ইতিমধ্যেই ভাইরাল। বহু বছর ধরে এই বাড়ি তৈরি হয়েছে। বাড়িটি তৈরি হওয়ার সময়ে প্রায়ই গিয়ে দেখতে যেতেন আলিয়া ও রণবীর। নিজেরা দাঁড়িয়ে থেকে কাজ দেখেছেন তাঁরা।

রণবীর ও আলিয়ার এই বাড়ি না কি ছাপিয়ে গিয়েছে অমিতাভ বচ্চনের বাড়ির দামও। বিগ-বির বাড়ি ‘জলসা’র দাম ১২০ কোটি টাকা।

তারকা দম্পতির এই বাড়ি আদতে রাজ কপূর ও কৃষ্ণা রাজ কপূরের বাড়ি। আশির দশকে এই বাড়ি ঋষি কপূর ও নীতু কপূরকে লিখে দিয়েছিলেন তাঁরা। সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে এখন রণবীর ও আলিয়ার। এই বাড়ি এখন রণবীর, আলিয়া তাঁদের কন্যা রাহা কপূরের নামে।

খুব শীঘ্রই এই বাড়িতে গিয়ে উঠবেন রণবীর ও আলিয়া। শোনা যাচ্ছে, বাড়ি তৈরির শেষ মুহূর্তের কিছু কাজ এখনও চলছে।

Ranbir Kapoor Alia Bhatt Raha Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy