Advertisement
E-Paper

ভিন্‌ধর্মে বিয়ে করেও নিয়ম মেনে ছেলের অন্নপ্রাশন! অন্নপূর্ণার কাছে কী চাইলেন দেবলীনা?

২০২৪ সালে পুত্রসন্তান জয়-এর আগমন দেবলীনা ও শানওয়াজ়ের জীবনে। সম্প্রতি হয়ে গেল একমাত্র সন্তানের অন্নপ্রাশন। সেই উপলক্ষে নানা মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন দেবলীনা নিজেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৭:০৩
Actress Devoleena Bhattacharya celebrates son Joy’s rice ceremony and shares photos

পুত্রের অন্নপ্রাসন পালন করলেন দেবলীনা। ছবি: সংগৃহীত।

২০২২ সালে নিজের শরীরচর্চার প্রশিক্ষক শানওয়াজ় শেখকে বিয়ে করেছিলেন দেবলীনা ভট্টাচার্য। ভিন্‌ধর্মে বিয়ে করার জন্য একাধিক বার কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ছোটপর্দার অভিনেত্রীকে। ২০২৪ সালে পুত্রসন্তান জয়-এর আগমন তাঁদের জীবনে। সম্প্রতি হয়ে গেল সেই সন্তানের অন্নপ্রাশন। সেই উপলক্ষে নানা মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন দেবলীনা নিজেই। সেই সব ছবি দেখে মুগ্ধ অভিনেত্রীর অনুরাগীরা।

অন্নপ্রাশনে সমস্ত নিয়ম মেনেই একরত্তির মুখে প্রথম ভাত তুলে দেওয়া হয়েছে। ছোট্ট জয়ের মাথায় টোপরও পরানো হয়। ছবিগুলি ভাগ করে নিয়ে দেবলীনা লেখেন, ‘বুক ভরা ভালবাসা নিয়ে আমাদের ছোট্ট ছেলের অন্নপ্রাশন পালন করলাম। প্রথম বারের জন্য জয়ের মুখে পবিত্র অন্ন তুলে দিলাম। মা অন্নপূর্ণা যেন ওকে সুস্থতা, সমৃদ্ধি ও জ্ঞান প্রদান করে। এই স্মৃতি ওর সারা জীবন মনে থাকবে।”

এই ছবি দেখে অনুরাগীরা মুগ্ধ। তাঁদের দাবি, ভিন্‌ধর্মে বিয়ে করেও নিজের সংস্কৃতি ভুলে যাননি অভিনেত্রী। এক অনুরাগী লিখেছেন, “একেই বলে সত্যিকারের ভালবাসা। দেবলীনা ও তাঁর স্বামী দু’জনেই পরস্পরকে শ্রদ্ধা করেন। পরস্পরের ধর্মের প্রতিও ওঁদের শ্রদ্ধা রয়েছে। দু’জনকেই কুর্নিশ জানাই।” জয়ের ছবি দেখে অনেকেরই দাবি, একরত্তিকে দেখতে হয়েছে তার মায়ের মতো।

দেবলীনা হিন্দু। তাঁর স্বামী মুসলিম। তা হলে পুত্র সন্তানের ধর্ম কী? এই প্রসঙ্গে অভিনেত্রী নিজেই বলেছিলেন, “আসলে ধর্ম খুব সুন্দর একটা ধারণা। কিন্তু কিছু মানুষ ভাবে, ধর্ম হয়তো একটাই। আমাদের সন্তানকে আমরা ভারতীয় হিসেবে বড় করে তুলব। কোনও একটা ধর্ম নয়, আমাদের দু’জনের ধর্ম থেকেই কিছু না কিছু শিখবে সে।”

Devoleena Bhattacharjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy