Ranbir Kapoor and Alia Bhatt went on a movie date dgtl
এক সঙ্গে কোন সিনেমা দেখতে গেলেন রণবীর-আলিয়া?
অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং থেকেই আলিয়া-রণবীরের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে খবর।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ১৪:০০
রণবীর এবং আলিয়া।
রণবীর কপূর এবং আলিয়া ভট্ট ডেট করছেন, এ কথা এখন একবাক্যে মেনে নেন বলি মহলের একটা বড় অংশ। বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পাশাপাশি দেখা গিয়েছে তাঁদের। এ বার একসঙ্গে সিনেমা দেখতে গিয়েও পাপারাত্জিদের ফ্রেমবন্দি হলেন এই জুটি।
গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সেই ছবি দেখতে জুহুর একটি সিনেমা হলে একত্রে যান রণবীর-আলিয়া। ওই দিনই নাকি জাহ্নবী কপূর, ঈশান খট্টর, অক্ষয় কুমার, টুইঙ্কল খন্না, সুশান্ত সিংহ রাজপুতও ওই ছবিটি দেখতে গিয়েছিলেন।
অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং থেকেই আলিয়া-রণবীরের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে খবর। ওই ছবিতেই প্রথম একসঙ্গে কাজ করেছেন এই জুটি। রয়েছেন অমিতাভ বচ্চনও। রণবীরের পরিবারের সদস্যরা আলিয়াকে বেশ পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ার ছবিতে একাধিকবার তার প্রমাণ মিলেছে। আলিয়াও অ্যাওয়ার্ড শোতে প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি রণবীরকে ভালবাসেন। কিন্তু বিয়ে কবে, সে প্রশ্নের এখনও কোনও জবাব দেননি কেউই।