ডাব পাড়া নিয়ে গোলমালের জেরে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিজামুদ্দিন বৈদ্য (৫৫)। মঙ্গলবার রাজারহাটের লাউহাটি মোবারকপুর বৈদ্যপাড়ার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতের দাদা আবদিন বৈদ্যকে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিবাদ ছিল। এ দিন সকালে গাছ থেকে ডাব পাড়ছিলেন নিজামুদ্দিন। তখন আপত্তি জানায় আবদিন। তার পরেই দাদা-ভাইয়ের মধ্যে ফের বচসা শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, গোলমাল চলাকালীন নিজামুদ্দিনকে বাঁশ দিয়ে আঘাত করে আবদিন। সেখানেই লুটিয়ে পড়েন নিজামুদ্দিন। দ্রুত তাঁকে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাজারহাট থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে আবদিনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দেহটি ময়না তদন্তে পাঠানো হবে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি তাৎক্ষণিক উত্তেজনার বশে হয়েছে, না কি পূর্ব পরিকল্পিত ছিল, তা দেখা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)