Advertisement
০২ এপ্রিল ২০২৩

বাগদান সেরে ফেললেন রণবীর-ক্যাটরিনা?

‘এনগেজমেন্ট’টা হয়েই গেল। এত রাখঢাক, এত গসিপের পর সুদূর প্রাগে এনগেজমেন্ট সেরে ফেললেন রণবীর কপূর এবং ক্যাটরিনা কইফ। ১৬ জুন ক্যাট সুন্দরীর জন্মদিনেই নাকি প্রাক বিবাহ পর্ব সেরে ফেলেছেন বলিউডের এই হবু দম্পতি। পাপারাত্‌জিদের চোখে যতই ধুলো দেওয়ার চেষ্টা করুন, মিউনিখ থেকে প্রাগ যাওয়ার বিমানে একসঙ্গে ধরা পড়ে গিয়েছেন এই জুটি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ১৫:০৭
Share: Save:

‘এনগেজমেন্ট’টা হয়েই গেল। এত রাখঢাক, এত গসিপের পর সুদূর প্রাগে এনগেজমেন্ট সেরে ফেললেন রণবীর কপূর এবং ক্যাটরিনা কইফ। ১৬ জুন ক্যাট সুন্দরীর জন্মদিনেই নাকি প্রাক বিবাহ পর্ব সেরে ফেলেছেন বলিউডের এই হবু দম্পতি। পাপারাত্‌জিদের চোখে যতই ধুলো দেওয়ার চেষ্টা করুন, মিউনিখ থেকে প্রাগ যাওয়ার বিমানে একসঙ্গে ধরা পড়ে গিয়েছেন এই জুটি। বলিউডের একাংশে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। তবে সেখানে কপূর পরিবারের কেউ হাজির ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। তবে কি মুম্বইতে ফিরে বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা করবেন রণবীর-ক্যাটরিনা? এর আগেও ২০১৩-এ স্পেনের সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছিলেন তাঁরা। সেখানেও পাপারাত্‌জিদের ক্যামেরায় ধরা পড়েছিন তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত।

Advertisement

কানাঘুষোয় জানা গিয়েছিল জন্মদিনেই আক্ষরিক অর্থে প্রোপোজ করে ক্যাটরিনাকে চমক দেবেন রণবীর। তবে বাগদানের আয়োজনে বোধহয় অনেক বেশি অবাক হয়েছেন নায়িকা। আসলে বলিউডে বোধহয় এটাই নতুন ট্রেন্ড। কিছুদিন আগেই ইতালিতে সবার চোখের আড়ালে আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রানি মুখোপাধ্যায়। রণবীর-ক্যাটরিনাও কি সেই ট্র্যাডিশনই ফলো করবেন?

স্পেনের সমুদ্র সৈকতে রণবীর-ক্যাটরিনা।

যদিও ক্যাটরিনাকে রণবীরের প্রেমিকা হিসাবে নাকি কোনওদিনই নাকি মেনে নিতে পারেননি রণবীরের মা নীতু সিংহ। দিন কয়েক আগেই নিতুর জন্মদিনে মুম্বইয়ের তাজ হোটেলে হাজির ছিল গোটা কপূর পরিবার। সেখানে দেখা মেলেনি ক্যাটরিনার। তখনই ক্যাট-রণবীরের সম্পর্কের ভাঙন নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে তাঁরা বাগদান পর্ব সেরে ফেললেন বলেই মনে করছে বলি টাউনের একাংশের।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.