করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া কপূর পরিবারে। ব্যবসায়ীর মৃত্যুর পরে উঠে আসছে বহু পুরনো খবর। ২০০৩ সালে বিয়ে করেছিলেন করিশ্মা ও সঞ্জয়। দুই সন্তান রয়েছে তাঁদের। কিন্তু তাঁদের বিবাহবিচ্ছেদ ছিল তিক্ততায় ভরা। এমনকি, বিয়েতে নাকি মতই ছিল না করিশ্মার বাবা রণধীর কপূরের।
সঞ্জয় এক সময়ে দাবি করেছিলেন, করিশ্মা না কি সম্পত্তির লোভে তাঁকে বিয়ে করেছিলেন। সেই সময়ে কন্যার পাশে দাঁড়িয়েছিলেন রণধীর। তাঁর পাল্টা অভিযোগ ছিল, সঞ্জয় না কি একেবারেই বিশ্বস্ত নন এবং তাঁর চরিত্রের দোষ আছে। সেই সময়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “প্রত্যেকে আমাদের পরিবারের পরিচিতি সম্পর্কে ওয়াকিবহাল। আমরা কপূর। অন্যদের অর্থের প্রয়োজন, আমাদের হয় না। ঈশ্বরের কৃপায় আমাদের কাছে শুধুই অর্থ নয়, প্রতিভাও রয়েছে। সেই প্রতিভাই আমাদের সারা জীবন এগিয়ে যেতে সাহায্য করবে।
আরও পড়ুন:
এই বিয়েতে কি তাঁর মত ছিল? সেই প্রসঙ্গে রণধীর বলেছিলেন, “আমি কখনওই চাইনি, করিশ্মা ওকে (সঞ্জয় কপূর) বিয়ে করুক। কখনওই স্ত্রীর খেয়াল করেনি ও। নিজের স্ত্রীকে ছেড়ে বরাবরই অন্য মহিলাদের সঙ্গে থেকেছে ও। গোটা দিল্লি জানে, ও কেমন। এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে চাই না।”
সঞ্জয়কে পছন্দ ছিল করিশ্মার মা ববিতার। তবে করিশ্মার জোরাজুরিতেই ওই বিয়েতে শেষমেশ রাজি হয়েছিলেন রণধীর। মুম্বইয়ে ধুমধাম করে বিয়ে করেছিলেন করিশ্মা ও সঞ্জয়। চার দিন ধরে এলাহি আয়োজন হয়েছিল বিয়ের। সঙ্গীত, মেহন্দি, বিয়ে, প্রীতিভোজ— কোনও কিছুর খামতি রাখতে চায়নি কপূর পরিবার।