হৃতিক-কঙ্গনার লড়াইয়ে ফের নতুন মাত্রা যোগ করলেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল। কঙ্গনার নগ্ন ছবি কেন হৃতিক ফাঁস করেছিলেন, সে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় হৃতিকের বিরুদ্ধে তোপ দাগলেন রঙ্গোলি।
আরও পড়ুন, কখনও একান্তে সময় কাটাইনি, কঙ্গনাকে নিয়ে মুখ খুললেন হৃতিক
কঙ্গনার বোন টুইটারে লেখেন, ‘হৃতিক ডিগনিটির কথা বলেন। সন্তানদের কাছে উদাহরণ হয়ে থাকার কথা বলেন। এমনকী তিনি এও বলেছেন, কঙ্গনা ইস্যুতে এখন যা যা করছেন সবই সন্তানদের কথা ভেবে। যদি তাই হবে, আমার হৃতিকের কাছে প্রশ্ন, প্রাক্তন প্রেমিকার প্রতি বাবার দুর্বলতা দেখে ছেলেরা কী ভাববে? আর সেই তরুণীর নগ্ন ছবি ফাঁস করে দেওয়ার ঘটনাটাই বা কী ভাবে দেখবে হৃতিকের ছেলেরা?’