Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ঋকের রানি

রক ব্যান্ড নিয়ে ছবি, তাই চমক রয়েছে গানে। মিউজিক করেছেন আন্ডারগ্রাউন্ড অ্যাসোসিয়েশনের প্রাক্তন গিটারিস্ট কুন্তল। ঋক জানালেন, গৌতম চট্টোপাধ্যায়ের ‘ধাঁধার থেকেও জটিল’ গানটি থাকছে ছবিতে। বাঙালির নস্ট্যালজিয়া উস্কে দেবে ‘আমি মিস ক্যালকাটা’ গানটিও।

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ০৭:৩০
Share: Save:

মেয়েদের রক ব্যান্ড, তাও আবার বাংলায়! ‘ম্যাডলি বাঙালি’র পর বাংলা ছবিতে ব্যান্ড কালচার নিয়ে গল্প দেখা যায়নি তেমন। সেই খামতি এ বার মিটতে চলেছে। ঋক বসুর আগামী ছবির বিষয় অল লেডিজ ব্যান্ড। তাঁর আগের ছবি ‘দেবী’র মতোই ‘রানি’র প্রধান চরিত্রে মহিলারাই। চার বন্ধুর ব্যান্ড তৈরি নিয়েই ‘রানি’র গল্প। রুক্মিণী, অমৃতা, নেহা, ইনসিয়া এই চার জনের নামের আদ্যক্ষর নিয়ে ব্যান্ডের নাম। তবে এ ছবিকে শুধু মিউজিক্যাল ভাবলে ভুল হবে। থ্রিলারের পরতও রয়েছে। সে ভাবে দেখতে গেলে এটাই বাংলা ছবিতে প্রথম মিউজিক্যাল থ্রিলার।

‘‘হিন্দিতে ‘রক অন’, ‘লখনউ সেন্ট্রাল’-এর মতো ছবি হলেও বাংলায় ব্যান্ড নিয়ে সিনেমা নেই বললেই চলে,’’ বলছিলেন ঋক। ছবিতে যেহেতু থ্রিলারের ছোঁয়া আছে, তাই ছবির গল্প নিয়ে বেশি কিছু বলতে চাইলেন না পরিচালক। চার প্রোটাগনিস্টের চরিত্রে থাকবেন অমৃতা চট্টোপাধ্যায়, শ্রেয়া মজুমদার, অরুণিমা চৌধুরী, স্নেহা ঘোষ। এর মধ্যে অমৃতাই পরিচিত মুখ। বাকিরা কেউ মডেলিং জগতের, কেউ থিয়েটারের। এ ছাড়াও এই ছবিতে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। রহস্য রয়েছে চূর্ণী অভিনীত চরিত্রটি ঘিরে। ধূসর চরিত্রে তাঁকে দেখতে পাবেন দর্শক। জানুয়ারি থেকে শ্যুটিং শুরু হবে এই ছবির।

রক ব্যান্ড নিয়ে ছবি, তাই চমক রয়েছে গানে। মিউজিক করেছেন আন্ডারগ্রাউন্ড অ্যাসোসিয়েশনের প্রাক্তন গিটারিস্ট কুন্তল। ঋক জানালেন, গৌতম চট্টোপাধ্যায়ের ‘ধাঁধার থেকেও জটিল’ গানটি থাকছে ছবিতে। বাঙালির নস্ট্যালজিয়া উস্কে দেবে ‘আমি মিস ক্যালকাটা’ গানটিও। তবে সেভেন্টি সিক্স কিন্তু এ ছবিতে এইট্টি সিক্স হয়ে গিয়েছে! কারণটা জানার জন্য একটু অপেক্ষা করতেই হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rani Rik Basu Bengali film
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE