Advertisement
১৬ জুন ২০২৪
Entertainment News

‘কে জানত এই ছেলেকেই এক দিন দীপিকা পাড়ুকোন নিয়ে চলে যাবে’

চরম দুরন্তপনা। চোখে মুখে সে ভাব স্পষ্ট। কিছু একটা ধরে দাঁড়িয়ে আছেন তা-ও পরিষ্কার। দেখে মনে হচ্ছে যেন মেয়েদের পোশাক পরে আছেন। আর ভুলে গিয়েছেন পাজামা পরতেও। আসলে কিন্তু ইনি ছেলে। এখন আবার তারকা। তাঁর বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে।

এই ছবিটিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রণবীর সিংহ।

এই ছবিটিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রণবীর সিংহ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৯:০৫
Share: Save:

চরম দুরন্তপনা। চোখে মুখে সে ভাব স্পষ্ট। কিছু একটা ধরে দাঁড়িয়ে আছেন তা-ও পরিষ্কার। দেখে মনে হচ্ছে যেন মেয়েদের পোশাক পরে আছেন। আর ভুলে গিয়েছেন পাজামা পরতেও। আসলে কিন্তু ইনি ছেলে। এখন আবার তারকা। তাঁর বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে।

এ বার আন্দাজ করতে পারছেন কে এই তারকা? ঠিক ধরেছেন, ইনি রণবীর সিংহ। নিজেরই ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই ছবি শেয়ার করেছেন অভিনেতা। আর ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘হাওয়ায় হাতগুলো ছড়ানো। একটা ডোন্ট কেয়ার ভাব।’

রণবীর এই ছবি পোস্ট করতে না করতেই শুরু হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে হইচই। কেউ কিউট বলছেন। কেউ বলছেন ‘সিং ইজ কিং’। আবার পাজামা না থাকায় কেউ কেউ আবার রণবীরের ড্রেসিং সেন্স নিয়েও কথা বলেছেন। তবে সব থেকে চোখে পড়ার মতো কমেন্ট হল ‘কে জানত এই ছেলেকেই এক দিন দীপিকা নিয়ে চলে যাবে।’

Hands in the air, Like ya jus’ don’ care!!! 😛🙌🏽🎈🎉🎊 #fridayfeeling

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

রণবীর সিংহ আর দীপিকা পাড়ুকোনের বিয়ে চারিদিকে চূড়ান্ত উত্তেজনা। বিয়ের দিন ক্ষণও ঠিক হয়ে গিয়েছে। রণবীরের চোখেমুখে উন্মাদনা খুব স্পষ্ট। আর দীপিকা? শুক্রবারই বিয়ে নিয়ে সংবাদ মাধ্যমের কাছে দীপিকা বলেছেন, ‘বিয়ে নিয়ে আমিও উত্তেজিত। কিন্তু বিয়ের পরও আমার জীবন একই থেকে যাবে।’

আরও পড়ুন: চিনে সেঞ্চুরি রানি মুখোপাধ্যায়ের ‘হিচকি’র

আরও পড়ুন: বিকিনি পরে সুইমিং পুলে পরিণীতি, কোথায় গেলেন নায়িকা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE