Advertisement
E-Paper

‘বাড়তি কোনও কথা নেই মুখে’, ভিকি থেকে সলমন, রণবীর, কার উদ্দেশে বললেন রশ্মিকা?

বলিউডের প্রথম সারির নায়কের সঙ্গে কাজ করছেন। তবে আচার ব্যবহারে রশ্মিকার মন জয় করলেন কোন নায়ক?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩
Rashmika Mandanna talks about her most no nonsense Co actor among Allu Arjun, Vicky Kaushal and Ranbir Kapoor

রশ্মিকা মন্দনা। ছবি: সংগৃহীত।

বলিউড হোক বা তাঁর ঘরের দক্ষিণী বিনোদন দুনিয়া— রশ্মিকা মন্দানার ছবির নায়ক সব সময়ই একটু অন্য রকম। ‘পুষ্পা’ ছবিতে তাঁর স্বামী ‘পুষ্পা রাজ’ লাল চন্দন কাঠ পাচার করেন। ‘অ্যানিম্যাল’ ছবিতে রশ্মিকার নায়ক রণবীর কপূরের চরিত্রে জান্তব বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন পরিচালক। আবার ‘ছাবা’ ছবিতে রশ্মিকার নায়ক ভিকি কৌশল হলেন বীর মারাঠা রাজা। মাত্র কয়েক বছরের মধ্যে দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডেও নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। ভিকি-অল্লু-রণবীর ছাড়াও রশ্মিকা কাজ করছেন সলমন খানের সঙ্গে। বলিউডের প্রথম সারির নায়কের সঙ্গে কাজ করছেন। তবে আচার ব্যবহারে রশ্মিকার মন জয় করলেন কোন নায়ক?

বলিউডে একাধিক নায়কের সঙ্গে কাজ করেছেন। প্রত্যেকর সঙ্গে অভিজ্ঞতা আলাদা। যদিও এখনও পর্যন্ত অল্লু অর্জুনের সঙ্গে তাঁর রসায়ন বহুল চর্চিত। ‘পুষ্পা’ ও ‘শ্রীবল্লী’ জুটি মানেই হিট। তাঁর প্রমাণ ‘পুষ্পা’র দুটি ছবির বক্স অফিস সাফল্য। তার পর ‘অ্যানিম্যাল’ ছবিতে ‘গীতাঞ্জলি’ চরিত্রের জন্য রশ্মিকাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শমহলে। ‘ছাবা’ ছবিতে তাঁকে দেখা যাবে ‘জেশুবাই’-এর চরিত্রে। রশ্মিকার কথায়, ‘‘অল্লু অর্জুন ও আমার এনার্জি এক ধরনের। ভীষণ সহজে কাজ করতে পারি ওঁর সঙ্গে। রণবীর এমন একজন মানুষ যে বাড়তি একটাও কথা বলেন না। আমরা একে অপরের চরিত্র নিয়ে বেশি মনোযোগী ছিলাম। অন্য দিকে, ভিকিকে যখন সেটে দেখতাম ভাবতাম কী অসাধারণ মানুষ, ওঁর মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।’’

Rashmika Mandanna Allu Arjun Vicky Kaushal Ranbir Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy