Advertisement
E-Paper

কখনও সলমন, কখনও শাকিব, সুপারস্টারদের নিয়ে টানাটানি মিষ্টি জন্নাতের! নেপথ্যে কোন কারণ?

একা শাকিব খান নন, দিন কয়েক আগে বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেছিলেন, সলমন খানের সঙ্গে কাজের কথাবার্তা চলছে। নেপথ্যে কী কারণ?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৯:৫০
Reason Behind Shakib Khan and Misty Jannat Controversy

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ঢালিউডে মহাতরকা। অন্যতম চর্চিত নায়ক শাকিব খান। তাঁর একের পর এক সিনেমা বক্সঅফিসে ঝড় তুলছে। আবার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক, জল্পনার অন্ত নেই। এমনিতেই অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে দাম্পত্য ও তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে নানা গুঞ্জন। এর মাঝেই আগমন তৃতীয় জনের। তিনি মিষ্টি জন্নাত। মাঝে মাঝেই শাকিবের সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে তাঁকে। বার বার শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে জন্নাতকে। অনেকে তো ভেবেই বসেন মিষ্টি জন্নাতের সঙ্গে তৃতীয় বার বিবাহবন্ধনেও নাকি আবদ্ধ হতে পারেন শাকিব! যদিও মিষ্টি শাকিবের দিকে দায় ঠেলে দিয়েছেন। তিনি বলেন, “আমি কোনও রহস্য নিয়ে কথা বলব না। শাকিব খানকে নিয়ে কোনও কথা বলতে চাই না। সবাইকে পরিষ্কার করে বলতে চাই, নায়ক তো সারা ক্ষণ নানা সাক্ষাৎকার দিচ্ছেন। সেখানেই ওঁকে আপনারা প্রশ্ন করুন এই বিষয়ে। তা হলেই সব মিটে যাবে।” শাকিব একা নন, দিন কয়েক আগে বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে তিনি সলমন খানের সঙ্গে কাজের কথাবার্তা চলছে, এমন দাবিও করে বসেছেন।

কিন্তু মিষ্টির কথা বার্তায় বার বার শাকিব প্রসঙ্গে টেনে আনা নাকি পুরোটাই প্রচার কৌশল। সম্প্রতি ঢাকার অভিজাত এলাকায়, এক ব্যক্তিগত পার্টিতে হাজির হন মিষ্টি। বিশ্বস্ত সূত্রের খবর মিষ্টি নাকি সেখানেই দাবি করে বসেন প্রচারে থাকতেই শাকিবের নাম ব্যবহার করছেন। শাকিবের সঙ্গে নাম জুড়লেই নাকি হইহই হবে সংবাদমাধ্যমে। প্রচারের আলোতে থাকতেই নাকি এমন কৌশল মিষ্টির!

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে পথচলা শুরু মিষ্টি জন্নাতের। প্রথম দিকে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও পরবর্তী সময়ে তিনি দেশের বাইরে পড়াশোনা ও ব্যক্তিগত ব্যস্ততায় অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন। ফের বড় পর্দায় ফেরার চেষ্টা করছেন। এ দিকে এই প্রসঙ্গে শাকিবের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। তাঁকে নিয়ে একাধিক বিতর্ক। শাকিব বার বারই বলেছেন, “সবার মন্তব্যের উত্তর দিলে তো কাজ করতে পারতাম না।”

Shakib Khan Salman Khan Bangladeshi Actors Celeb Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy