২০১৯ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৯ বছরে প্রয়াত হন রিমা লাগু। বড় পর্দায় মমতাময়ী মা। মারাঠি ও হিন্দি ছবি, ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রিমা লাগুর চার দশকের কেরিয়ার। ১৯৭৮ সালে বিয়ে হয় রিমা ও বিবেকের। যদিও কয়েক বছরের মাথায় বিচ্ছেদ হয় তাঁদের। তবু বন্ধু হিসেবে একে অপরের পাশে ছিলেন। এ বার বাবার মৃত্যুর খবর দিলেন মেয়ে মৃন্ময়ী লাগু। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১।
আরও পড়ুন:
রিমার মেয়ে সমাজমাধ্যমে বাবার মৃত্যুসংবাদ দিয়ে লেখেন, ‘‘আমরা এক সঙ্গে অনেক ঝগড়া করেছি, এ বার বিদায় জানানোর পালা। আমার বাবা, আমার বন্ধু, আমার পথপর্দশক, আমার সব থেকে বড় অনুপ্রেরণা। পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, তোমাকে মিস্ করব।’’ রিমার মেয়ে মৃন্ময়ী ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। ‘থাপ্পড়’, ‘স্কুপ’-এর মতো সিরিজ়ে কাজ করেছেন তিনি। তাঁর অসময়ে সমবেদনা জানিয়েছেন পরিচালক হনসল মেহতা।
বিবেক হিন্দি ছবিতে যেমন কাজ করেছেন বেশির ভাগ কর্মজীবন তাঁর মারাঠী ছবিতে। তাঁর করা ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘হোয়াট অ্যাবাউট সাভারকর’, ‘আগলি’।