বিয়ে করছেন আলি ফজল এবং রিচা চড্ডা। সেপ্টেম্বরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আলি, রিচা। মুম্বইয়ের সংবাদ সংস্থা সূত্রে খবর এমনটাই।
বলিউডে নায়ক-নায়িকার প্রেম এই নতুন নয়। সেই দিলীপ কুমার-শায়রা বানুর আমল থেকেই তা দেখে অভ্যস্ত সবাই। এ বার সেই তালিকায় নাম লেখালেন আলি ফজল এবং রিচা চড্ডা।
২০১২-তে ‘ফুকরে’-এর সেটে প্রথম দেখা। আর প্রথম দেখাতেই প্রেম। প্রায় সাত বছর প্রেমপর্ব চালিয়ে ২০১৯-এ রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলি। ২০২০-তেই বিয়ের কথা ছিল। কিন্তু দুর্ভাগ্য। করোনা পরিস্থিতির জন্য সব কিছুই স্থগিত হয়ে যায়।