Advertisement
০১ অক্টোবর ২০২৩
kangana ranaut

Richa Chadha: ‘ধাকড়’ মুখ থুবড়ে পড়ায় আনন্দ-উল্লাস? ইন্ডাস্ট্রিতে খুনির সংখ্যা বাড়ছে, বললেন রিচা

বিতর্কিত মন্তব্য করেন বলে কঙ্গনাকে ইন্ডাস্ট্রির অনেকে সহ্য করতে পারেন না। তাই বলে ছবির ব্যর্থতায় উল্লাস?

 ‘পাঙ্গা’ ছবির দ্শ্য়ে রিচা এবং কঙ্গনা

‘পাঙ্গা’ ছবির দ্শ্য়ে রিচা এবং কঙ্গনা

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৪ মে ২০২২ ১২:৩৬
Share: Save:

কঙ্গনা রানাউত অভিনীত সদ্য মুক্তি পাওয়া ছবি 'ধাকড়' সে ভাবে ব্যবসা করতে পারেনি। বক্স অফিসে শুরুর দিন ছবিটির আয় হয়েছে সাকুল্যে ১ কোটি টাকা। যদিও 'এজেন্ট অগ্নি'র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছিল। আশা ছিল, প্রেক্ষাগৃহেও সাড়া ফেলবে 'ধাকড়'। কিন্তু তেমন কিছু ঘটেনি।

এ দিকে ছবির ব্যর্থতায় খুশিতে মেতেছে বলিপাড়ার একাংশ। তার মূল কারণ কি কঙ্গনার প্রতি বিরূপ মনোভাব? খ্যাতনামা উদ্যোগপতি তেহসিন পুনাওয়ালা টুইট করে বলেছেন, 'কঙ্গনা অনুরোধ করা সত্ত্বেও 'ধাকড়' দেখা হয়ে ওঠেনি।

তাতে বরং ভালই হয়েছে। ফ্লপ ছবি নিয়ে মাতামাতি করলে ইন্ডাস্ট্রির ক্ষতি হয়। যদি সরকার ভুল করে, আমরাও যে সেই ভুলকে প্রশ্রয় দেব, এমনটা নয়।'

সেই পোস্টের নীচে প্রতিবাদ জানান 'পাঙ্গা'-র অভিনেত্রী রিচা চাড্ডা। সফল বিগ বস প্রতিযোগী তেহসিনকে পাল্টা লেখেন, 'ক্ষমতা হাতে থাকলে অনেক সুবিধে। ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, ঘন ঘন পুরস্কার, বিশেষ সামাজিক মর্যাদা— সব বিনা আয়াসে পাওয়া যায়। এমনকি নিজের ইচ্ছে মতো ছবিকে প্রচারও পাইয়ে দেওয়া যায়। কিন্তু সততা এবং সৎসাহসেরও জোর আছে! সে কথা যেন মনে রাখেন তেহসিন।'

রিচার সেই মন্তব্যেরও জবাব দেন উদ্যোগপতি। বিতণ্ডা চলতেই থাকে। তবে রিচা শেষে মনে করিয়ে দেন, সব নায়ক-নায়িকার জীবনেই ওঠা-পড়া থাকে। একা কঙ্গনাকে ঠেস দেওয়া কেন? কারও ছবির ব্যর্থতায় এ ভাবে আনন্দ উল্লাসকে নিষ্ঠুরতার প্রকাশ বলেই মনে করছেন অভিনেত্রী। তাঁর কথায়, 'ইন্ডাস্ট্রিতে খুনির সংখ্যা বাড়ছে!'

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE