দারুণ খুশি রিচা চাড্ডা। দীর্ঘদিন ধরে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। অবশেষে যেন তার হাতেগরম ফল পেলেন। তাদের ফেয়ারনেস ক্রিম থেকে ‘ফেয়ার’ শব্দ সরিয়ে দিতে চলেছেহিন্দুস্থান ইউনিলিভার।
খবরটি প্রকাশিত হতেই সেলেব দুনিয়া থেকে আম আদমির মুখে চওড়া হাসি। একুশ শতক যেন নব জাগরণের মুখ হয়ে উঠতে চলেছে!
রিচারও কি তাই মত? ইনস্টাগ্রামের লম্বা পোস্টে অভিনেত্রীর দাবি, ‘‘অবশ্যই এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। সংস্থা তাদের অতি জনপ্রিয় ব্র্যান্ড ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। ২০১৫-য় একটি টি শার্টে দেখেছিলাম লেখা ছিল, ‘NOT FAIR BUT LOVELY’। সেটা সত্যি হলে কে না খুশি হয়?’’