দক্ষতার নিরিখে অভিনেতাদের নম্বর দিতে চান না ঋদ্ধি সেন। তাঁর বিশ্বাস, প্রত্যেক শিল্পী নিজ নিজ দক্ষতার জেরে আলাদা আলাদা জায়গা করে নিয়েছেন দর্শক-মনে। কিন্তু আনন্দবাজার অনলাইনের লাইভ আড্ডা ‘অ-জানাকথা’য় এসে ভক্তদের অনুরোধে র্যাঙ্কিং দিলেন টলি তারকাদের। এড়িয়ে গেলেন না ঋদ্ধি। টলি নায়কদের মধ্যে কে কার আগে বা পিছনে, অকপটে বলেই ফেললেন কৌশিক-পুত্র।
প্রশ্ন করা হয়েছিল, জিৎ, দেব, অঙ্কুশ হাজরা, বনি সেনগুপ্ত, যশ দাশগুপ্ত এবং সোহম চক্রবর্তীর মধ্যে কে বেশি বড় তারকা? অনুরাগীর অনুরোধ, ঋদ্ধি যেন তাঁর অভিমত অনুযায়ী র্যাঙ্ক দেন।