Advertisement
E-Paper

চটে গিয়ে দিদিমা নীতুকে ধাক্কা সামারার! ভাইরাল ছবি নিয়ে কী জানালেন ঋষি-কন্যা ঋদ্ধিমা?

আলোকচিত্রীদের সামনে দিদিমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সামারা, এমনই অভিযোগ। সমাজমাধ্যম জুড়ে বিতর্কের মুখে মেয়ের হয়ে ময়দানে নামতে হল ঋষি-কন্যাকে!

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৫
pushing Neetu Kapoor

(বাঁ দিকে) দিদিমা নীতু কপূরের সঙ্গে সামারা কপূর। ঋদ্ধিমা কপূর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আদর জৈন ও আলেখা আডবাণীর বিয়ে। সেখানেই উপস্থিত ছিল গোটা কপূর পরিবার। মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেল ছিল বিয়ের অনুষ্ঠান। সন্ধ্যায় রণবীর-আলিয়া থেকে সইফ-করিনা, শশী কপূর পুত্র কর্ণ কপূর কে আসেন পিসির ছেলের বিয়েতে। সেখানেই করিনা-করিশ্মা-আলিয়াদের সাজগোজ যেমন নজর কেড়েছে, তেমনই নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন ঋদ্ধিমা কপূরের কিশোরী মেয়ে সামারা কপূর। মা ও দিদিমা নীতু কপূরের সঙ্গে অনুষ্ঠান বা়ড়িতে হাজির হয় সামারা। সেখানেই আলোকচিত্রীদের সামনে ছবি তোলার সময় দিদিমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সে, এমনই নাকি দেখা গিয়েছে। খানিক অপ্রস্তুত হয়েও নিজেকে সামলে নেন নীতু। তবে ততক্ষণে এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। এ বার মেয়ের হয়ে ময়দানে নামলেন ঋদ্ধিমা নিজেই।

মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে ঋদ্ধিমা নিজেই জানিয়েছিলেন, মেয়ে সামারা নাকি পোজ় দিয়ে ছবি তুলতে ভালবাসে। সিনেমার দুনিয়া তাকে হাতছানি দেয়। তবু মায়ের শাসনে শৃঙ্খলার খুব বেশি বাইরে বেরোতে পারে না। আদর-আলেখার বিয়েতে অনেক দিন পরেই ক্যামেরার সামনে সামারা। মা ঋদ্ধিমার সঙ্গে সেজেগুজে পোজ় দিচ্ছিল সে। তার পরনে ছিল হালকা রঙের একটি শাড়ি। রূপটান কিংবা গয়নার লেশমাত্র নেই। এত ক্ষণ সব ঠিকই ছিল, কিন্তু দিদিমা পাশে দাঁড়াতেই ঠেলে সরিয়ে দেয় সে। শুধু তা-ই নয়, তার পরই বদলে যায় সামারার মুখের আদল। গোটাটাই গম্ভীর মুখে ছবি তোলে সে। এর পরই সামারার আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। তবে মেয়ের এমন কোনও অভিপ্রায় ছিল না, জানাচ্ছেন ঋদ্ধিমা। এমনকি দিদিমা নীতুকে সে মোটেও ধাক্কা দেয়নি, স্পষ্ট করেন ঋষি-কন্যা।

ঋদ্ধিমার কথায়, ‘‘সামারা কারোর উপর বিরক্ত ছিল না। খুব উত্তেজিত ছিল। এতটাই উৎসাহ ছিল ওর যে, গাড়িতে যাওয়ার সময় বারবার বলছিল, ‘হে ভগবান, আমি নিশ্চিত ওখানে আলোকচিত্রীরা থাকবেন এবং আমি এ ভাবে পোজ দেব।’ যেহেতু আলোকচিত্রীরা আমাদের এক সারিতে আসতে বলছিল, সামারা কেবল নিজের মতো করে দাঁড়াতে চেয়েছিল। দিদিমাকে মোটেও ধাক্কা দেয়নি।’’

Neetu Kapoor Bollywood Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy