১১ বছর হাতে হাত রাখা সহজ নয়! সহজ নয় নাগাড়ে ভালবেসে এক সঙ্গে পথ চলা। গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষের যদিও প্রেমে পড়ায় বারণ নেই। বুধবার, তাঁদের একসঙ্গে পথ চলা পা দিল ১১ বছরে। নতুন সকাল, ভোরের সূর্য সাক্ষী। ঠোঁটে ঠোঁট রেখে আরও এক বার তাঁরা ভালবাসা উদযাপন করলেন খোলা আকাশের নীচে।
টলিউডে সম্পর্ক ভাঙা-গড়ার নিত্য চর্চার মধ্যে গৌরব-ঋদ্ধিমার প্রেম তাই নজির গড়েছে নিজের মতো। ভাঙার মাঝেই গড়ার গল্প শুনিয়ে চলেছেন তাঁরা। প্রেম থেকে দাম্পত্য--- একই রকম রয়ে গিয়েছেন এই তারকা জুটি।
সেই কথা ঋদ্ধিমা মনে করিয়ে দিয়েছেন গৌরবকে। লিখেছেন, ‘পাঁচমিশালি জীবনের রং-রূপ আরও গাঢ় ভালবাসার উত্তাপে! জীবন তাই আমার কাছে যেন রূপকথা। আমি ভাগ্যবান, তোমায় জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। এ ভাবেই চলতে থাকুক আমাদের পথচলা।‘