রবিবার, ৭ নভেম্বর ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন। কোথায় কাছের মানুষদের নিয়ে জমিয়ে উদ্যাপন করবেন তা নয়, বিলেত পাড়ি দিয়েছেন নায়িকা! লন্ডনে দেখা করতে গিয়েছেন হ্যারি পটারের সঙ্গে! হ্যারি ল্যান্ডের অলিতে গলিতে টইটই। জে কে রাউলিং-য়ের গল্পের নায়কের মতোই তাঁর মাথায় চোখ ঢাকা বিশাল টুপি। গলায় উত্তরীয়। সঙ্গে মানানসই শীত পোশাক। সেই ছবি নিজেই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
হঠাৎ কেন লন্ডনে অভিনেত্রী? আনন্দবাজার অনলাইন প্রথম জানিয়েছিল, এ বছরের জন্মদিন লন্ডনে পালন করবেন ঋতুপর্ণা। ‘প্রাক্তন’-নায়িকার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, লন্ডনে রানি মুখোপাধ্যায়ের পাশের বাড়িতে সাময়িক অবসর যাপন করবেন তিনি। সেখানেই জমজমাট পার্টি। সৌজন্যে ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তী।
কলকাতায় থাকলে কেমন ভাবে উদযাপিত হত তাঁর বিশেষ দিনটি? প্রতি বছরের মতো এ বারও জন্মদিনে মায়ের হাতের পায়েস থাকত। পাঁচ রকম তরকারি, ভাজা, ঋতুপর্ণার প্রিয় পদগুলি দিয়ে দুপুরে জমিয়ে পেটপুজো। বিকেলে কেক কাটা। রাতে কোনও রেস্তরাঁয় নৈশভোজ। দিনভর কাছের, দূরের অগুন্তি মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতেন। এ বছর থেকে সে সব থেকে দূরে। পরিবারের সঙ্গে একান্তে কাটবে জন্মদিন।