‘টুথ পরী’র মুখ্য দুই চরিত্রে রয়েছেন শান্তনু মহেশ্বরী ও তান্যা মানিকতলা। ছবি: সংগৃহীত।
সাদামাঠা প্রেমের জমানা শেষ। আজকালকার প্রেমের গল্পে কখনও কল্পবিজ্ঞানের মিশেল, কখনও আবার রহস্য-রোমাঞ্চের ছোঁয়া। কখনও সেই প্রেম কমেডি ঘরানার, কখনও আবার তাতে ভয়ের গন্ধ। রহস্য ও রোমাঞ্চ মিশিয়ে এমনই এক প্রেমের গল্প বেঁধেছেন বাঙালি পরিচালক প্রতিম ডি গুপ্ত। সিরিজ়ের নাম ‘টুথ পরী’। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ়। সদ্য প্রকাশ্যে এল সিরিজ়ের টিজ়ার।
‘টুথ পরী’র টিজ়ার দেখতে গিয়ে প্রথমেই চোখে পড়ে সিরিজ়ের কলাকুশলীর দিকে। মুখ্য দুই চরিত্রে রয়েছেন শান্তনু মহেশ্বরী ও তান্যা মানিকতলা। একাধিক টেলিভিশন শো করার পর ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন শান্তনু। কলকাতার ছেলে শান্তনুর বরাবরই নাচের দিকেই ঝোঁক বেশি। নাচের সূত্রেই অভিনয়ের জগতে পা রাখা তাঁর। বলিউডে তাঁর হাতেখড়ি সঞ্জয় লীলা ভন্সালীর মতো তারকা পরিচালকের হাত ধরে। ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিতে আলিয়ার দুর্দান্ত অভিনয়ের পাশেও নজর কেড়েছিল শান্তনুর কাজ। এ বার প্রতিম ডি গুপ্তর ‘টুথ পরী’ সিরিজ়ে এক দন্ত্যচিকিৎসকের ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। অন্য দিকে, ভ্যাম্পায়ার তথা রুমির ভূমিকায় রয়েছেন তান্যা মানিকতলা। একাধিক ওয়েব সিরিজ়ে কাজ করার পর ‘আ স্যুটেবল বয়’ সিরিজ়ের মাধ্যমে নজরে আসেন তান্যা। ‘টুথ পরী’তে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে।
এ ছাড়াও প্রতিম ডি গুপ্তের এই ওয়েব সিরিজ়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন রেবতী, শাশ্বত চট্টোপাধ্যায়, তিলোত্তমা সোম, সিকন্দর খেরের মতো অভিনেতারা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁদের চরিত্রের ঝলক। তবে, তাঁদের চরিত্র সম্পর্কে আরও গভীরে গিয়ে জানতে অপেক্ষা করতে হবে আর সপ্তাহ দু’য়েক। আগামী ২০ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে প্রতিম ডি গুপ্তর ‘টুথ পরী’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy