মকরসংক্রান্তিতে দোসা বানাচ্ছেন রামচরণ। ছবি: সংগৃহীত।
দক্ষিণী ছবির মেগা তারকা তিনি। অবশ্য ‘আরআরআর’-এর পর সর্বভারতীয় তারকার তকমা পেয়েছেন রামচরণ। তাঁর ছবি অস্কার ঘুরে এসেছে। সেরা মৌলিক গানের বিভাগে তাঁর ছবির ‘নাটু নাটু’ গানটি অস্কার জিতেছে। গত বছরই বাবা হয়েছেন অভিনেতা। এ বার এক নয়া ভূমিকায় দেখা গেল তাঁকে। একাই খোলা আকাশের নীচে দোসা বানাচ্ছেন অভিনেতা, ভিডিয়ো ঘিরে জল্পনা নেটপাড়ায়।
ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন রামচরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। আসলে বরবারই পরিবার তাঁর প্রথম প্রাধান্য। এ বার মকরসংক্রান্তি উপলক্ষে সময়টা পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন তিনি। মধ্যাহ্নভোজের আয়োজন করেন অভিনেতা। সেখানেই নিজের হাতে সকলের জন্য ডিম দিয়ে দোসা বানাচ্ছেন তিনি। একা রামচরণ নন, ছেলের সঙ্গে হাত লাগান বাবা চিরঞ্জীবীও। পুরো ব্যাপারটা তত্ত্বাবধান করেছেন রামচরণের মা সুরেখা। ছেলে এমন ভাল দোসা বানিয়েছেন সেই জন্য শাশুড়িকে ধন্যবাদ জানিয়েছন উপাসনা।
তবে একা রামচরণের দোসা বানানোর ভিডিয়োই পোস্ট করেছেন অভিনেতার স্ত্রী। পরিবারের সকলের মাঝে দেখা মিলেছে ছোট্ট মেয়ে ক্লিন কারারও, যদিও তার মুখ দেখা যায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy