শুরু করেছিলেন ‘চ্যাম্প’ দিয়ে। তারপর একে একে ‘ককপিট’, ‘কবীর’, ‘পাসওয়ার্ড’..বেশিদিন ইন্ডাস্ট্রিতে না এসেও রুক্মিণী মিত্রর ছবির লিস্টটা বেশ খানিক বড়ই। কিন্তু সব ছবিতেই ‘গুড ফ্রেন্ড’ দেব-ই হিরো। ইন্ডাস্ট্রিতে প্রায়শই বলাবলি, দেবের সঙ্গে বিশেষ বন্ধুত্বের জন্যই নাকি ছবিগুলো পেয়ে এসেছেন এদ্দিন। আর সেই জন্যই নাকি অন্য কোনও হিরোর সঙ্গে জুটি বাঁধার বিশেষ ইচ্ছেও নেই রুক্মিণী মৈত্র-র।
অবশেষে ‘দুর্নাম’ ঘুচল। দেবকে ছেড়ে অন্য নায়কে ঝুঁকলেন রুক্মিণী। টলিপাড়ার আর এক ‘হ্যান্ডসাম হাঙ্ক’ আবির চট্টোপাধ্যায়ের সঙ্গেই আপাতত নতুন রসায়ন বানাতে চলেছেন তিনি, ‘সুইৎজারল্যান্ড’-এ।
জিতের প্রযোজনা সংস্থা থেকেই প্রযোজিত হতে চলেছে রুক্মিণী-আবির জুটির প্রথম ছবি ‘সুইৎজারল্যান্ড’। সামনেই মুক্তি পাবে পাভেল পরিচালিত নুসরত-আবির-জিত অভিনীত ছবি ‘অসুর’। জানা গিয়েছে, ‘অসুর’এর পরেই নাকি জোরকদমে কাজ শুরু হয়ে যাবে ‘সুইৎজারল্যান্ড’-এর।