তাপমাত্রা ৪৫ ডিগ্রি। কিন্তু মনে হচ্ছে ৫৫ ডিগ্রির মতো। পুরুলিয়ায় কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবির শুটিংয়ে গিয়ে এমনটাই জানালেন রুক্মিণী মৈত্র।
সোশ্যাল মিডিয়ায় দেবকে পাশে নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন রুক্মিণী। ‘পাসওয়ার্ড’-এর শুটিং সেট থেকে তিনি জানিয়েছেন, প্রবল গরমে শুটিংয়ে ব্যস্ত টিম। রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পাওলি দামও। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের পুজোয় মুক্তি পাবে এই ছবি। তার আগে আগামী ৫জুন মুক্তি পেতে চলেছে রাজা চন্দ পরিচালিত ‘কিডন্যাপ’।
দেব এবং রুক্মিণী জুটির চতুর্থ ছবি ‘কিডন্যাপ’। এই প্রথম নিজের প্রোডাকশনের বাইরে গিয়ে ছবি করলেন এই জুটি। নারী পাচারের গল্পকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক। রিয়েল লোকেশনে শুটিং করার চেষ্টা করেছে গোটা টিম। দেব আগেই জানিয়েছিলেন, এটা কর্মাশিয়াল ফিল্ম তো বটেই। কিন্তু কনটেন্ট ওরিয়েন্টেড কর্মাশিয়াল ফিল্ম। আপাতত তা সিনেমা হলে গিয়ে দেখার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।
আরও পড়ুন, কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন কৌশানী?
Shooting and Promoting in this heat! Well 45 which feels like 55!
— RUKMINI MAITRA (@RukminiMaitra) May 26, 2019
What dedication! #KIDNAP #Releasing5thJune@idevadhikari @SurinderFilms @Rajachanda @amikamaleshwar pic.twitter.com/S9fbwihEwe
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)