বলিউডের ‘বহিরাগত’দের তালিকায় অন্যতম নোরা ফতেহি। প্রায় ১০ বছরের মধ্যে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন তিনি। কখনও তাঁর নাচে মন ভরিয়েছেন দর্শকের, কখনও আবার জড়িয়েছেন বিতর্কে। তবে খবর, তিনি নাকি প্রেমে পড়েছেন। এ বার সেই প্রেমের টানেই উড়ে গিয়েছেন আফ্রিকায়। প্রেমিক কে?
আরও পড়ুন:
সম্প্রতি মুম্বইয়ে পথদুর্ঘটনার শিকার হয়েছেন নোরা। মাথায় চোট পেয়েছিলেন। এক দশকের কর্মজীবনে তাঁর সঙ্গে নাম জড়িয়েছে আর্থিক তছরুপের দায়ে জেলবন্দি শিল্পপতি সুকেশ চন্দ্রশেখরেরও। যদিও বলিপাড়ার কোনও অভিনেতার সঙ্গে তাঁর প্রেমের গু়ঞ্জন কখনও শোনা যায়নি। এ বার নাকি তিনি এক ফুটবলারের প্রেমে পড়েছেন।
নোরার কানাডায় জন্ম, কিন্তু মা-বাবা মরোক্কোর বাসিন্দা। সেখানেই বাস তাঁদের। শোনা যাচ্ছে, বছরশেষে মরোক্কোয় গিয়েছেন নায়িকা। তবে কেবলই মা-বাবার টানে নয়। সেখানকারই এক ফুটবলারের প্রেমে পড়েছেন নাকি তিনি। দুবাইয়ে ওই খেলোয়াড়ের সঙ্গে বারকয়েক দেখা গিয়েছে তাঁকে। এ বার সোজা আফ্রিকা গেলেন। খবর, ২১ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ‘আফ্রিকা কাপ অফ নেশনস’ চলবে। সেখানে নাকি খেলবেন অভিনেত্রীর ‘প্রেমিক’ও। তাঁর হয়েই কি গলা ফাটাতে স্টেডিয়ামে হাজির থাকবেন অভিনেত্রী