তিনি নাকি ভালবাসতেন ইব্রাহিম খানকে! নিজের করে পেতেও চেয়েছিলেন সইফ আলি খানের পুত্রকে। পথের কাঁটা পালক তিওয়ারি। তাঁকে মন দিয়েছেন ইব্রাহিম। না-পাওয়ার জ্বালা ভুলতে এ বার অভিনেতাপুত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ নেটপ্রভাবী ওরির।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওরি তথা ওরহান অবত্রামণি নাকি দাবি করেছেন, ইব্রাহিম ‘উভকামী’। দীর্ঘ দিন নাকি ওরির সঙ্গে সম্পর্কও ছিল তাঁর। পালক তাঁদের মধ্যে ঢুকে পড়ায় নাকি ভেস্তে যায় সেই ভালবাসা! এখানেই শেষ নয়। পালক নাকি ওরিকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করেন প্রকাশ্যে! যা শুনে রীতিমতো অপমানিত নেটপ্রভাবী।
বিষয়টি কিন্তু এখানেই শেষ নয়। পালকের আপত্তিকর মন্তব্যের জন্য ওরি তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। দুই অভিনেতার ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে ছড়িয়ে দেন। হুমকিও দেন, পালক বা ইব্রাহিম ব্যক্তিগত ভাবে ক্ষমা না চাইলে তিনি ইব্রাহিমের প্রকৃত স্বরূপ প্রকাশ্যে আনবেন। ওরির আচরণে ভীত সইফপুত্র ক্রমশ দূরত্ব বাড়াতে থাকেন তাঁর ‘বন্ধু’ ওরির থেকে। ওরি কিন্তু পিছনে পড়েই থাকেন ইব্রাহিম আর সারা আলি খানের। কখনও সারার মা অমৃতা সিংহকে নিয়ে কটু মন্তব্য করেন। কখনও ‘নির্লজ্জ’ তকমা দেন ইব্রাহিমকে।
তাতেও কাজ না হওয়ায় এর পরেই ইব্রাহিমের সঙ্গে নাকি তাঁর ‘সম্পর্ক’-এ থাকার কথা পাঁস করে দেন ওরি!