জ়ুবিন গার্গের মৃত্যুরহস্যের জট কি আদৌ খুলবে? নতুন করে প্রশ্ন উঠেছে গায়কের অনুরাগীদের মনে। খবর, কামরূপ মেট্রোপলিটন জেলা ও দায়রা আদালতে তিন অভিযুক্ত জামিনের আবেদন জানিয়েছেন। শনিবার তাঁদের আবেদন মঞ্জুর হতে পারে বলে জানা গিয়েছে।
শুক্রবার সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই জামিন চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন কণ্ঠশিল্পী অমৃতপ্রভা মহন্ত এবং জ়ুবিনের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পরেশ বৈশ ও নন্দেশ্বর বোরা। শনিবার আদালতে তাঁদের জামিন মঞ্জুর হতে পারে বলে ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে। মামলার অন্য দুই অভিযুক্ত, গার্গের সচিব সিদ্ধার্থ শর্মা এবং ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামী এখনও পর্যন্ত জামিনের জন্য আবেদন করেননি।
আরও পড়ুন:
এর আগে, ২২ জানুয়ারির শুনানিতে দুই অভিযুক্ত, উত্তরপূর্ব ভারতীয় উৎসবের অন্যতম কর্মকর্তা শ্যামকানু মহন্ত এবং প্রয়াত গায়কের তুতো ভাই সন্দীপন গার্গ তাঁদের জামিনের আবেদন প্রত্যাহার করে নেন। মহন্তের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। অসম পুলিশের বরখাস্ত কর্মকর্তা সন্দীপন গার্গের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে উত্তরপূর্ব ভারতীয় সঙ্গীতানুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রয়াত জ়ুবিন। অনুষ্ঠানের আগেই রহস্যজনক ভাবে মৃত্যু হয় তাঁর। জানা যায়, তিনি সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে নাকি ডুবে যান। জনগণের দাবি মেনে অসম সরকার একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করে। এসআইটি-র অভিযোগ অনুযায়ী, শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়।