পথকুকুরেরা আর রাস্তায় থাকবে না। তাদের রাখতে হবে কোনও আশ্রয়ঘরে (শেল্টার)। সোমবার এমনই রায় দিয়েছে শীর্ষ আদালত। তার পরেই সমাজমাধ্যমে প্রতিবাদে সরব হয়েছেন বলিউড তারকা থেকে টিভি তারকারা। সাধারণ জনগণের কেউ কেউ যেমন এই রায়ের পক্ষে। তেমনই একটা বড় সংখ্যক তারকাই জানিয়েছেন, এই রায় পশু অধিকারের বিপক্ষে। এই প্রসঙ্গে সরব হয়েছেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ও। তাঁর দাবি, সারমেয়রা হিন্দু ধর্মের সঙ্গে জড়িয়ে। অমবস্যায় যেমন কুকুরদের খাওয়ানোর চল রয়েছে, তেমনই ভৈরব বাবার মন্দিরে কুকুরেরাই কিন্তু প্রহরীর কাজ করে। সারমেয়দের পক্ষে আওয়াজ তুলতেই অভিনেত্রীর উপর রে রে করে উঠলেন এক দল মানুষ। তাঁদের কটাক্ষ, রূপালি নিজে গোমাংস, পাঁঠার মাংস খান। তিনিই কিনা কুকুরদের নিয়ে প্রশ্ন তুলছেন!
আরও পড়ুন:
সমাজমাধ্যমের পাতায় ভরে গিয়েছে এ হেন মন্তব্য। চুপ করে না থেকে গর্জে উঠেছেন রূপালি। তিনি বলেন, ‘‘জেনে রাখুন, আমি বহু বছর ধরেই নিরামিশাষী। আমার বাড়িতে বিদেশি প্রজাতির নয়, বরং দেশি চারটে কুকুর রয়েছে। আমি অসহায় প্রাণীদের খাবার দিই। আমি দেশের প্রচুর গোশালাকে সাহায্য করি। পাশাপাশি, পথকুকুরদের নির্বীজকরণ করাই, তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করি। আমি একা নই। আমার ছেলেও পশুপ্রেমী। আসলে মানুষের তুলনায় অনেক বেশি সংবেদনশীল ওরা।’’
তাই যাঁরা কুকুরদের আশ্রয়স্থলে থাকার স্বপক্ষে সমর্থন দিয়েছেন। তাঁদের উদ্দেশে রূপালি বলেন, ‘‘ আমরা যদিও ওদের দূরে বিচ্ছিন্ন ভাবে রাখি তাহলে আমরা নিজেদের ক্ষতি করব। ওদেরকে আশ্রয়স্থলে বন্দি রাখা অমানবিকতার নির্দশন।’’ তাই অভিনেত্রী সকলকেই অনুরোধ করেছেন পথ কুকুরদের দেখভাল করার, তাদের টিকা দেওয়ান বন্দোবস্ত করার যাতে সমাজের বাস্তুতন্ত্র বিঘ্নিত না হয়।