বছরের শুরু অভিনেতা সইফ আলি খান ও করিনা কপূরের বাড়িতে দুষ্কৃতী হামলা ঘটনায় নড়েচড়ে বসে বলিউ়ড। বাড়ির ভিতরে ঢুকে অভিনেতাকে ছ’বার ছুরির কোপ বসায় দুষ্কৃতী। প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয় অভিনেতাকে। শিরদাঁড়ায় অস্ত্রোপচারও হয় তাঁর। কিন্তু যেদিন ছাড়া পান, হাসপাতাল থেকে একেবারে সোজা হেঁটে বেরোন সইফ। তাতেই শুরু হয় কানাঘুষো। অনেকেই বলতে শুরু করেন, ‘‘গোটাটাই নাটক! এমন নাকি কিছুই ঘটেনি।’’ এ বার জবাব দিলেন অভিনেতা।
কাজল ও টুইঙ্কল খন্নার চ্যাট শোয়ে এসে সইফ সেদিনের ওই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘আসলে আমি কাউকে উদ্বেগে রাখতে চাইনি। আমার শরীরে আঘাতের জায়গায় সেলাই করা ছিল, হাঁটতে কষ্ট হচ্ছিল। তবু হেঁটেছি। কারণ, আমি অহেতুক কাউকে দুশ্চিন্তায় দেখতে চাইনি। যদিও অনেকেই বলেছিল হুইলচেয়ারে করে বেরোনো উচিত ছিল আমার।’’ সইফের কথা শুনে টুইঙ্কল বলেন, ‘‘তোমার মা বলেছিল, ‘ওর হুইলচেয়ারে করে ফেরা উচিত। কিন্তু আমার ছেলে জীবনে আমার কথা শোনে না’।’’
আরও পড়ুন:
এই ঘটনার পর থেকে অভিনেতার নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন ওঠে। এত বড় তারকার বাড়িতে নেই সিসি ক্যামেরার নজরদারি? বাড়ির পিছনের দরজা ছিল খোলা। যার ফলে অনায়াসে পিছনের সিঁড়ি দিয়ে ঘরে ঢুকে আসে দুষ্কৃতী। যদিও ওই ঘটনার পরে এখন লোহার জাল লাগানো হয়েছে তারকার বাড়ির জানালায়, বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষীও।