স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে তা সামলানোর মোক্ষম উপায় কী? সইফ আলি খানকে এই বিষয়ে শ্রেষ্ঠ উপদেশ নাকি দিয়েছিলেন তাঁর বাবা, তারকা ক্রিকেটার মনসুর আলি খান পটৌদী। সম্প্রতি, টুইঙ্কল খন্না ও কাজল সঞ্চালিত অনুষ্ঠানে এসে কী বললেন তিনি?
অনুষ্ঠানে সইফের সঙ্গে অতিথি হিসাবে এসেছিলেন অক্ষয় কুমারও। সেখানেই স্ত্রীর সঙ্গে ঝামেলা প্রসঙ্গে সইফ জানান, আর পাঁচটা দম্পতির মতোই, তাঁর ও করিনার ঝগড়া হয়। কী ভাবে সামাল দেন? সইফ বলেন, “বাবা বলেছিলেন, ‘ঝগড়ার সময় আমি শুধু ক্রিকেট খেলার কথা ভাবি বা অন্য কিছু বিষয়ে চিন্তা করি। কোনও কথা বলি না।’ তিনি আরও বলেন, ‘শুধু শুনবে’।”
আরও পড়ুন:
সইফের সঙ্গে সহমত পোষণ করেন অক্ষয়ও। তাঁর কথায়, “ও (টুইঙ্কল) আগুন। আমি জল। ওর যা ইচ্ছা বলে যায়। আমি শুধু শান্ত হয়ে চুপ করে থাকি। শুধু ও কী বলার চেষ্টা করছে সেটা বুঝতে চেষ্টা করি।” তিনি শেষে যোগ করেন, “আপনি যা ইচ্ছা করুন, কিন্তু শুনতে হবে। আমার মনে হয়, প্রত্যেক স্বামীরই একজন ভাল শ্রোতা হয়ে ওঠা প্রয়োজন।” ২০১২ সালে করিনাকে বিয়ে করেন সইফ। তাঁদের দুই সন্তান, তৈমুর ও জেহ্। অন্য দিকে, ২০০১ সালে বিয়ে হয় অক্ষয় ও টুইঙ্কলের। তাঁদেরও দুই সন্তান, আরভ ও নিতারা।