১৬ জানুয়ারি নিয়ে নীরবতা ভাঙলেন সইফ আলি খান। সে রাতে হামলার ঘটনা নিয়ে নানা কথা বলেছেন অভিনেতা। হামলাকারীর প্রতি সমব্যথী সইফ। বাবার নিরাপত্তা নিয়ে চিন্তায় দুই পুত্র জেহ ও তৈমুর। তবে নিজের নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নন সইফ। বরং তিনি সদর্পে ঘোষণা করলেন, সে দিনের ঘটনা নিছকই ছোট্ট একটা ভুল মাত্র।
এক মুহূর্তে যে কথা বলছেন, পরমুহূর্তে যেন কথা বদলে ফেলছেন সইফ। হামলার রাতে বাড়ি সুরক্ষিত ছিল না, তা নিয়ে খেদ প্রকাশ করেছেন অভিনেতা। উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলে হয়তো এত বড় অঘটন ঘটত না। যুগপৎ বিস্মিতও! ভাবতেই পারেননি, তাঁর বাড়িতে, তাঁর পরিবারের সঙ্গে এ রকম কিছু ঘটতে পারে। এ-ও জানিয়েছেন, আত্মরক্ষার জন্য বন্দুক রাখার ছাড়পত্র আছে তাঁর। সে দিন হাতের কাছে সেটি থাকলে না জানি কী ঘটে যেত! যদিও ভয় পেয়ে যাননি অভিনেতা।
সইফের কথায়, ‘‘আমি আমাদের সুরক্ষা কিংবা নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত নই। আমার কোনও নিরাপত্তারক্ষীরও প্রয়োজন নেই। আমি চারপাশে তিন জন লোক নিয়ে ঘুরতে পছন্দ করি না। আমার মনে হয় না, আমার কোনও ভয় রয়েছে। আমার পরিবারেরও কেউ ক্ষতি করতে চায় না। একটা ভুল হয়েছে।’’
যদিও এই ঘটনার পর সইফের আবাসন সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। অভিনেতা যে তিনটি তলায় থাকেন, তার বারান্দায় লোহার গ্রিল লাগানো হয়েছে। এমনকি মূল প্রবেশদ্বারে বায়োমেট্রিকের ব্যবস্থা করা হয়েছে। অন্য দিকে, অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন রণিত, রয়েছে নিরাপত্তা এজেন্সি।