Advertisement
E-Paper

মল্লিকাকে টপকে ‘দঙ্গল’-এ আমিরের স্ত্রীর চরিত্রে সাক্ষী

গুঞ্জন কিছু কম ছিল না। হিন্দি ছবির জগতে আমির খানের ছবি মানেই নতুন কিছু। তাঁর ছবি ঘিরে প্রত্যেকেরই প্রত্যাশার পারদ তুঙ্গে থাকে। ‘পিকে’ ছবিতে আমিরের ‘এলিয়েন’ অবতারের পর এ বার তাঁর পরবর্তী ছবি ‘দঙ্গল’-এ তিনি কী অবতারে আসছেন, তা দেখার আগ্রহ ছিল সকলের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০০:০০

গুঞ্জন কিছু কম ছিল না। হিন্দি ছবির জগতে আমির খানের ছবি মানেই নতুন কিছু। তাঁর ছবি ঘিরে প্রত্যেকেরই প্রত্যাশার পারদ তুঙ্গে থাকে। ‘পিকে’ ছবিতে আমিরের ‘এলিয়েন’ অবতারের পর এ বার তাঁর পরবর্তী ছবি ‘দঙ্গল’-এ তিনি কী অবতারে আসছেন, তা দেখার আগ্রহ ছিল সকলের। তাই ছবিতে আমিরের বয়স্ক ‘লুক’ যখন প্রকাশ্যে এল, তখন থেকে হটকেক তাঁর নায়িকা-সংবাদ।

‘দঙ্গল’এ আমিরের হিরোইন কে হবেন? কার সম্ভাবনা বেশি? এ সব প্রশ্নের উত্তরে প্রথমে শোনা যাচ্ছিল মল্লিকা শেরওয়াতের নাম। কিন্তু বলিউডের ‘মিস্টার পারফেকসনিস্ট’ বলে কথা! তাই গুঞ্জন যতই থাক, নায়িকা নির্বাচনেও উল্টো পথে হাঁটলেন আমির খান। টানা অডিশন-পর্ব চলার পর টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী তনওয়ারকে বেছে নেন তিনি। ‘কাহানি ঘর ঘর কি’, ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’-এর মতো টেলি সিরিয়ালের সুবাদে পরিচিত মুখ সাক্ষী। বিখ্যাত কুস্তিগীর মহাবীর পোগাটের জীবন নিয়ে তৈরি হচ্ছে ‘দঙ্গল’। ছবিটি পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি।

Sakshi Tanwar Aamir Khan Mahavir Phogat Kahaani Ghar Ghar Ki Bade Achhe Lagte Hain Dangal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy