গত সাড়ে তিন দশকের বেশি সময় ধরে বলিউড শাসন করছেন সলমন খান। এই সময়ের মধ্যে প্রচুর অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি। এঁদের মধ্যে অনেকের বয়স তাঁর বয়সের চেয়ে অর্ধেক। বস্তুত, ১৯৮৮ সালে যখন সলমন বলিউডে ‘ডেবিউ’ করেন, আজকের সিনেমার নায়িকাদের কারও বয়স তখন চার, কারও এক বছর। তাঁদের সঙ্গেই আজ চুটিয়ে অভিনয় করে চলেছেন সল্লু মিয়াঁ। শুধু তা-ই নয়, বহু নায়িকার নাকি কেরিয়ারও তৈরি করেছেন সলমন। তবে সলমনের সেটে নায়িকাদের থাকার অনেক শর্ত আছে। শরীর প্রদর্শন করা চলবে না। নিচু ঝুলের জামা পরতে হবে। পাশাপাশি, বক্ষবিভাজিকা প্রদর্শনও পছন্দ করেন না সলমন। যদিও এর নেপথ্যে কারণ আছে।
আরও পড়ুন:
সলমনের সহ অভিনেত্রী ডেইজ়ি শাহ তাঁর সেটের এ হেন নিয়ম-কানুনের কথা প্রকাশ্যে আনেন। ডেইজ়ি সলমনের নায়িকা হিসেবে ‘জয় হো’ ছবিতে কাজ করেছেন। এ ছাড়া সলমনের প্রায় সব ছবিতে সহকারী হিসেবে থাকেন। সলমনের ‘অন্তিম’ ছবিতে সহকারী পরিচালক ছিলেন ডেইজ়ি। এই ছবির শুটিং চলাকালীন সেটে এক নিয়ম শুরু করেন, যেখানে মেয়েরা বক্ষবিভাজিকা দেখা যায় এমন পোশাক পরবে না। প্রতিটি মেয়ে যাতে নিজের শরীর ঢেকে চলে। সলমনের মতে, নিজের সর্বাঙ্গ ঢেকে থাকলে তবেই মেয়েদের সুন্দর দেখতে লাগে। এ ছাড়াও তিনি চান না, তাঁর ছবিতে মেয়েদের ‘শো-পিস’ এর মতো ব্যবহার করা হোক।