আরবাজ় খান ও মালাইকা আরোরা বিবাহবিচ্ছেদ খবর বেশ অপ্রত্যাশিত ছিল তাঁদের অনুরাগীদের কাছে। প্রায় ১৮ বছরের দাম্পত্যের অবসান ঘটিয়ে ২০১৭ সালে একে অপরকে বন্ধন মুক্ত করেন মালাইকা-আরবাজ়। যদিও সেই সময় তাঁদের একটি সন্তান ছিল তাঁদের— আরহান খান। বাবা-মায়ের যখন বিচ্ছেদ হয়, তখনও প্রাপ্তবয়স্ক হননি আরহান। ছেলের যৌথ অভিভাবকত্ব সামলেছেন দু’জনে মিলে। এখন আরহান নিজস্ব একটি পডকাস্ট শো করেন। মা মালাইকার সঙ্গে রেস্তোরাঁ ব্যবসা দেখাশুনো করেন। বাবা দ্বিতীয় বিয়ে সেরেছেন। বাবা-মার পথ আলাদা। কিন্তু বাবার বাড়ির মায়ের বাড়ির দুই দিকে ভাল সম্পর্ক আরহানের। এ বার জ্যাঠা সলমন দিলেন আরহানকে কোন উপদেশ?
আরও পড়ুন:
কিছু দিন আগেই আরহানের পডকাস্ট-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসে। এই পডকাস্টে মনের কথায় উজাড় করেছেন সলমন খান। এর মধ্যেই ভাইপো আরহানকে জীবনের পরামর্শও দিয়েছেন তিনি। সলমনের স্পষ্ট নির্দেশ, জীবনে যা-ই হোক, পরিবারই সবার আগে। তবু মালাইকা-আরবাজ়ের বিচ্ছেদের পরই আরহানকে বলেন, ‘‘তোমার মা-বাবার বিচ্ছেদের পর নিজেরটা নিজেকে বুঝতে হবে। তোমারও একদিন পরিবার হবে। যাই ঘটে যাক পরিবারের সঙ্গে একবেলা অন্তত খাওয়া-দাওয়াটা খুব গুরুত্বপূর্ণ।’’