Advertisement
০১ অক্টোবর ২০২৩

আগামী ছবিতেও পুলিশের চরিত্রে সলমন

গ্যাংস্টারদের খতম করার জন্য সলমনের লুক ও চরিত্র ‘চুলবুল পাণ্ডে’র চেয়ে এখানে কতটা আলাদা হয়, সেটাই এ বার দেখার।

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ০০:৩৪
Share: Save:

সলমন খান সদ্য শেষ করেছেন ‘দবং থ্রি’র কাজ। ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, ৪ নভেম্বর থেকে শুরু হবে সলমনের আগামী ছবি ‘ইন্ডিয়াজ় মোস্ট ওয়ান্টেড কপ: রাধে’র কাজ। ‘ইনশাল্লাহ’র কাজ স্থগিত হয়ে যাওয়ার পরে আগামী ইদে সলমনের কোন ছবিটি আসবে, তা নিয়ে বিস্তর জল্পনা চলছে। মনে করা হচ্ছে, এই ছবিটি ইদে আসতে পারে। প্রভু দেবা পরিচালিত ‘...রাধে’ কোরিয়ান ছবি ‘দ্য আউটলজ়’-এর রিমেক। ‘দবং’ ফ্র্যাঞ্চাইজ়ির পরে আরও এক বার পুলিশের চরিত্রে সলমন। গ্যাংস্টারদের খতম করার জন্য সলমনের লুক ও চরিত্র ‘চুলবুল পাণ্ডে’র চেয়ে এখানে কতটা আলাদা হয়, সেটাই এ বার দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE