মাত্র কয়েক দিন আগেই জন্মদিন ছিল অভিনেত্রী সঙ্গীতা বিজলানির। বহু বছর আগে সলমন খানের সঙ্গে প্রেম ভেঙেছে তাঁর। কিন্তু বন্ধুত্ব অটুট। সঙ্গীতার প্রতি স্নেহ রয়েছে সলমনের। ৯ জুলাই সঙ্গীতার জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা। এমন কী সলমনের বাড়ির যে কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকেন সঙ্গীতাও। গত বছরই সলমনের বাড়িতে গুলি চালিয়েছেন বিশ্নোই গ্যাং। তার পর থেকে আঁটসাঁট করা হয়েছে সলমনের নিরাপত্তা। এ বার হামলা হল সঙ্গীতার বাড়িতে। তবে মুম্বইয়ের বাড়িতে নয় সঙ্গীতার পুণের খামারবাড়িতে।
আরও পড়ুন:
১৮ জুলাই বেশ অনেক দিন বাদে নিজের পুণের খামারবাড়িতে যান সঙ্গীতা। সেখানে গিয়ে চক্ষুচড়ক গাছ অভিনেত্রীর। বাড়ির লোহার দরজা ভাঙা। জানালার গ্রিল কাটা। এই ঘটনার এমন পর ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। পুলিশের কাছে প্রসঙ্গে সঙ্গীতা বলেন, ‘‘আমার দুই গৃহকর্মীকে নিয়ে খামারবাড়িতে গিয়েছিলাম। সেখানে পৌঁছেই হতবাক হয়ে গেলাম। দেখি প্রধান দরজা ভাঙা। আমরা যখন ভিতরে গেলাম, জানালার গ্রিল কাটা। একটি টিভি সেট নেই। এবং আরেকটি ভাঙা ছিল।’’
সঙ্গীতা আরও জানান, সিসিটিভি ক্যামেরা, বিছানা, রেফ্রিজারেটর-সহ বাড়ির অন্য প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। জানা গিয়েছে, টিভি সেট ছাড়াও আরও অনেক মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এ কি শুধুই চুরি? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও চক্রান্ত— তা-ও খুঁটিয়ে দেখেছে তারা।