বরফাবৃত উপত্যকা। চারিদিকে নিস্তব্ধতা। সেখানেই রক্তাক্ত সলমন খান। তাঁর কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে মুগুর। রক্তচক্ষু নিয়ে স্থির তাকিয়ে তিনি। এই বেশেই শুক্রবারের সন্ধ্যায় ধরা দিলেন সলমন খান। শিউরে উঠলেন অনুরাগীরা। হঠাৎ কী হল সলমনের?
গলওয়ান উপত্যকায় গিয়ে কী ভাবে এমন রক্তাক্ত হলেন সলমন খান? চলতি বছরেই মুক্তি পেয়েছে সলমনের ছবি ‘সিকন্দর’। কিন্তু সেই ছবি বক্স অফিসে অসফল। ছবি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই তা ছড়িয়ে পড়েছিল নেট মাধ্যমে। সেই জন্যই ছবি চলেনি বলে মত নির্মাতাদের। সেই ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই ভাইজান পৌঁছেছেন গলওয়ান উপত্যকায়। এ বার তিনি দেশের হয়ে লড়াই করবেন। তা হলে কি সলমনকে এ বার সেনার বেশে দেখা যাবে? ভাইজানের নতুন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর প্রথম ঝলক দেখে সেই প্রশ্নই উঠছে।
আরও পড়ুন:
ছবির ঝলক নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। সেই ঝলকের সঙ্গে বাজছে ‘জয় হিন্দ’ রব। সলমনকে এই রূপে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। তাঁদের বক্তব্য, “বড় কিছু ঘটতে চলেছে বলিউডে।” এক অনুরাগী লিখেছেন, “সলমনকে এই ভাবে দেখে গায়ে কাঁটা দিচ্ছে। সেরার সেরা একেই বলে!” আর এক জন লিখেছেন, “টাইগারের প্রত্যাবর্তন হচ্ছে।”
জানা যাচ্ছে, আবহসঙ্গীতের কাজ করেছেন হিমেশ রেশামিয়া। ছবির গানও তিনিই পরিচালনা করেছেন। ছবির পরিচালক অপূর্ব লখিয়া। সত্য ঘটনার ভিত্তিতে তৈরি এই ছবি। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সেনাদের সঙ্গে মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভাতীয় সেনার এবং বেশ কিছু চিনা সেনার। সেই এলাকাতেই ছবির শুটিং হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ছবির কিছু অংশের শুটিং হবে মুম্বইয়ে। সলমনকে দেখা যাবে কর্নেল বি সন্তোষ বাবু নামে একটি চরিত্রে। ছবির শুটিং শুরু হবে জুলাই মাসের শেষ থেকে।