Advertisement
E-Paper

রাজের সঙ্গে মুম্বইয়ে একত্রবাস! সাত সকালে জিমের বাইরে ছবি উঠতেই কী প্রতিক্রিয়া হল সামান্থার?

হায়দরাবাদ ছেড়ে প্রেমিকের সঙ্গে পাকাপাকি ভাবে মুম্বইয়ে থাকছেন সামান্থা! ধরা পড়তেই মেজাজ হারালেন অভিনেত্রী!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৭:৫৫
Samantha Ruth Prabhu loses cool at paps clicking her picture in gym outfit

মেজাজ হারিয়ে এ বার কী বললেন সামান্থা? ছবি: সংগৃহীত।

২০২১ সালে নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার। শোভিতা ধুলিপালার সঙ্গে নাগের ঘনিষ্ঠতাই নাকি ছিল বিচ্ছেদের কারণ। তার পরে সেই শোভিতাকেই বিয়ে করেন নাগ। অন্য দিকে, বিবাহবিচ্ছেদের পরে বেশ বিষণ্ণ হয়ে পড়েছিলেন সামান্থা। তাই তাঁর অনুরাগীরা অপেক্ষায় ছিলেন, কবে ফের প্রেমে পড়বেন সামান্থা? অবশেষে অপেক্ষার অবসান। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। তবে এখনই বিয়ে নয়। তাঁরা নাকি একত্রবাস করবেন! হায়দরাবাদ ছেড়ে প্রেমিকের সঙ্গে পাকাপাকি ভাবে মুম্বইয়ে থাকছেন সামান্থা! ধরা পড়তেই মেজাজ হারালেন অভিনেত্রী!

এমনিতেই তারকাদের কখন কোন ফাঁকফোকর দিয়ে ক্যামেরাবন্দি করবেন ছবি শিকারিরা তা বোঝা মুশকিল। বিমানবন্দর থেকে রেস্তরাঁ কিংবা জিম— কোথায় কোনও ছাড় নেই। প্রতি মুহূর্তে তারকাকে ক্যামেরাবন্দি করতে চান তাঁরা। সপ্তাহের শুরুতে সকালে শরীরচর্চা করতে বেরোন অভিনেত্রী। পরনে জিম পোশাক, হাতে জলের বোতল। গাড়ি থেকে নেমে জিমের সিঁড়ির দিকে এগোবেন, তখনও তাঁকে ঘিরে ধরেন ছবি শিকারির দল। তখনই অভিনেত্রী বলেন, ‘‘আরে কী করছেনটা কী আপনারা!’’ একই সঙ্গে সামান্থা জিম থেকে বেরনোর সময় ফের তাঁকে ঘিরে ধরেন ছবি শিকারির দল। তাঁদের দেখেই চোখেমুখে বিরক্তির ছাপ অভিনেত্রীর। শুধু তাই নয়, সামান্থা ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলেন, ‘‘উফ্, বন্ধ করুন এ সব।’’ বলে গাড়িতে উঠে যান। যদিও এর আগে কখনও এতটা বিরক্তি প্রকাশ করতে দেখা যায়নি অভিনেত্রীকে।

Samantha Ruth Prabhu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy