Advertisement
০১ অক্টোবর ২০২২
Samantha Prabhu

Samantha Ruth Prabhu: ভিড়ে ঠাসা মলে সপাটে চড় ভক্তকে, ছবির প্রচারের মধ্যেই রেগে আগুন সামান্থা প্রভু

সামান্থা প্রভু এই মুহূর্তে বলিউড এবং দক্ষিণে চর্চিত নাম। ছবির প্রচার করতে গিয়ে ঘটেছিল অপ্রীতিকর ঘটনা।

১০ বছর আগে ঠিক কী কাণ্ড ঘটিয়েছিলেন সামান্থা?

১০ বছর আগে ঠিক কী কাণ্ড ঘটিয়েছিলেন সামান্থা?

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ২১:৩১
Share: Save:

লোকে লোকারণ্য শপিং মল। আচমকাই শপাটে চড় নায়িকার। ১০ বছর আগে তিরুপতিতে ঠিক এমনটাই ঘটেছিল। সামান্থা প্রভু এই মুহূর্তে দক্ষিণী এবং মুম্বইয়ের চলচ্চিত্র জগতের অন্যতম চর্চিত নাম। দক্ষিণী ছবিতে বহুদিন ধরেই অভিনয় করছেন। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তাঁর জনপ্রিয়তাও। কিন্তু জানেন ১০ বছর আগে ঠিক কী কাণ্ড ঘটিয়েছিলেন সামান্থা?

শুনলে অবাক লাগবে। মুম্বইয়ের এক সংস্থা সূত্রে খবর, সেই সময় তাঁর দুই ছবি ‘ইয়ে মায়া চেসাভা’ এবং ‘বৃন্দাভনম’-এর সাফল্যে বুঁদ নায়িকা। ব্যস্ত ছবি সংক্রান্ত নানারকম অনুষ্ঠানে। তেমনই এক ছবির প্রচারে তিরুপতিতে ঘটে অস্বস্তিকর ঘটনা। সামান্থাকে দেখে উপচে পড়ে ভিড়। তারই মধ্যে এক ভক্ত নায়িকাকে টেনে ধরে। তাঁর দেহরক্ষীরাও সামলাতে পারে না। সেই পরিস্থিতিতেই রেগে গিয়ে ভক্তের গালে সপাটে চড় কষিয়ে দেন অভিনেত্রী।

এই মুহূর্তে সামান্থার ঝুলিতে একগুচ্ছ ছবি। দক্ষিণ এবং মুম্বইয়ে চুটিয়ে কাজ করছেন নায়িকা। এই ডিসেম্বরে মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘খুশি’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.