Advertisement
E-Paper

সম্ভাবনার এনগেজমেন্ট, পাত্র কে?

এনগেজমেন্ট সেরে ফেললেন সম্ভবনা শেঠ। নাচ তাঁর প্যাশন। পেশা অভিনয়। কিন্তু, বদমেজাজি চরিত্রের জন্যই বি-টাউনে পরিচিত এই সেলেব। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন এই নায়িকা। টেলিভিশনের এই জনপ্রিয় মুখ বয়ফ্রেন্ড অবিনাশ দ্বিবেদীর সঙ্গে আংটি বদল করলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ১২:২১

এনগেজমেন্ট সেরে ফেললেন সম্ভবনা শেঠ। নাচ তাঁর প্যাশন। পেশা অভিনয়। কিন্তু, বদমেজাজি চরিত্রের জন্যই বি-টাউনে পরিচিত এই সেলেব। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন এই নায়িকা। টেলিভিশনের এই জনপ্রিয় মুখ বয়ফ্রেন্ড অবিনাশ দ্বিবেদীর সঙ্গে আংটি বদল করলেন।

পাঁচ বছর আগে একটি ডান্স রিয়ালিটি শো-তে দেখা হয়েছিল যুগলের। অবিনাশ সেখানে প্রতিযোগী ছিলেন। সম্ভাবনার মেন্টর হিসেবে তাঁকে গাইড করছিলেন। ওই শো থেকেই তাঁদের প্রেমের শুরু।

অবিনাশ-সম্ভাবনা দু’জনেই কোরিওগ্রাফার সরোজ খানের খুব প্রিয় পাত্র। তাঁদের এনগেজমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন বি-টাউনের সেলেবরা।

আরও পড়ুন, ‘বেওয়াচ’-এর অফার ফেরালেন পামেলা?

Sambhavana Seth bollywood entertainment Saroj Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy