সম্ভাবনা শেঠ, একাধারে অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। ভোজপুরী ছবির নায়িকা সম্ভাবনা জনপ্রিয় হয়েছিলেন ‘বিগবস্’ মঞ্চ থেকে। সময়ের ব্যবধান অবশ্য বিস্তর। ২০০৮ সালে ‘বিগ বস্’–এর দ্বিতীয় সিজ়নে প্রতিযোগী ছিলেন। নিজের তীক্ষ্ণ গলার স্বর, প্রতিবাদী রূপের জন্য জনপ্রিয়তা পান সম্ভাবনা। এই মুহূর্তে হাতে অভিনয়ের কাজ কম। ইউটিউবে স্বামীর সঙ্গে ব্লগ করেন। বহু বছর ধরে একটাই ইচ্ছে ছিল তাঁর, মা হবেন। বার বার চেষ্টা করেছেন কিন্তু প্রতি বার ব্যর্থ। বছর খানেক আগে আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণ করেন। তিন মাস অবধি গর্ভে বেড়েও ওঠে ভ্রূণ। মাতৃত্বকালীন ফটোশ্যুটও করিয়ে রাখেন। কিন্তু একদিন বিপুল রক্তক্ষরণ হয়। স্বামীকে চিৎকার করে ডাকেন।
আরও পড়ুন:
নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে। মাঝে মধ্যেই রক্তপাত হত। কিন্তু চিকিৎসকের কাছে গেলেই তিনি আশ্বাস দিয়ে বলতেন সব ঠিক আছে। সম্ভাবনার কথায়, ‘‘আমার সন্দেহ হত। আইভিএফে এত রক্তপাত হয়, আমার জানা ছিল না। চিকিৎসকের কাছে গেলেই বলতেন, সব ঠিক আছে। কিন্তু ঘন ঘন রক্তপাত হত। এক দিন অসহ্য যন্ত্রণা। এত রক্তপাত শুরু হয় যে বালতি ভরে যায়। কোনও রকম হাসপাতালে পৌঁছালে জানতে পারি ১৫ দিন আগেই গর্ভে আমার সন্তান মারা গিয়েছে। সেটা নিয়ে ঘুরেছি।" অভিনেত্রী সাফ জানান চিকিৎসকের গাফিলতিতেই তিনি মা হতে পারেননি।