নোংরা খেলা খেলছেন দীপিকা পাড়ুকোন! এমনটাই দাবি করেছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। তাঁর আগামী ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন দীপিকা। তার পর থেকেই বার বার পারিশ্রমিক নিয়ে বঙ্গার সঙ্গে দীপিকার মনোমালিন্য প্রকাশ্যে এসেছে। অভিনেত্রী নাকি ২০ কোটি পারিশ্রমিক চেয়েছিলেন। সেই জায়গায় মাত্র চার কোটি খরচ করেই দীপিকার বদলে তৃপ্তি ডিমরীকে পেয়ে গিয়েছেন বঙ্গা। তবে এ সব কিছুই নাকি দীপিকার জনসংযোগ টিমের কারসাজি। নাম না করে এমনই দাবি করেছেন বঙ্গা। নায়িকার নাম না করেই গল্প ফাঁস করে দেওয়ার মতো অভিযোগ এনেছেন এক্স হ্যান্ডলে।
আরও পড়ুন:
‘কবীর সিংহ’, ‘অ্যানিম্যাল’-এর মতো ছবি পরিচালনা করে সমালোচনার শিকার হয়েছেন সন্দীপ রেড্ডি বঙ্গা। ছবিগুলি বক্স অফিসে সাড়া ফেললেও তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি, বঙ্গা ‘নারীবিদ্বেষী’ তকমাও পেয়েছেন। তাঁর ছবিতে নারীরা কেবলই পুরুষের ছায়াসঙ্গী অথবা অত্যাচারিত। বঙ্গার ছবিতে শক্তিশালী নারীচরিত্র বলতে কেউই নেই। তবে তাঁর পরবর্তী ছবি ‘স্পিরিট’-এ নাকি প্রভাসের বিপরীতে অভিনয়ের কথা ছিল দীপিকার। কিন্তু সে সব এখন অতীত। বঙ্গা লিখেছেন, ‘‘যখন আমি একজন অভিনেতাকে গল্প বলি, তখন আমি তাঁকে একশো শতাংশ বিশ্বাস করি। আমাদের মধ্যে একটা বিশ্বাস থাকে, সে আমার গল্প অন্য কোথাও ফাঁস করবে না। আপনি যেটা করলেন, তাতে বুঝিয়ে দিলেন, মানুষ হিসেবে কেমন। এটাই কি আপনার নারীবাদের প্রতীক? এক জন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমি আমার শিল্পকলার পিছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছি এবং আমার জন্য, চলচ্চিত্র নির্মাণই সব কিছু। আপনি এটি পাননি। আপনি এটি পারবেন না। আপনি এটি কখনওই পারবেন না।’’ এখানেই ক্ষান্ত না হয়ে বঙ্গা লেখেন, এর পরে এমন কাজ করলে পুরো গল্পটাই যেন বলেন, দেখবেন অর্ধেক বলে যেন ছেড়ে না দেন।