Advertisement
E-Paper

গায়ে কাপড় নেই, হেলমেটের বালাই নেই! স্পিতি ভ্যালিতে গিয়ে কোন বিপত্তি বাধালেন সোনু?

সোনুর ভিডিয়ো ছড়িয়ে পড়তেই উঠেছে প্রশ্ন। যিনি নিজে পথ নিরাপত্তার প্রচার করেন তিনি এমন কাণ্ড ঘটালেন কী ভাবে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৩:৫৮
স্পিতিতে সোনুর ‘হিরোগিরি’।

স্পিতিতে সোনুর ‘হিরোগিরি’। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে মোটরবাইকে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন সোনু সুদ। একেবারে বীরদর্পে দু’চাকা চালিয়ে তিনি দুর্গম পাহাড়ি রাস্তা ঘুরছেন। এ পর্যন্ত ঠিকই ছিল, তাঁর ‘হিরোগিরি’র সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয়।

কিন্তু আপত্তি উঠছে সোনুর পোশাক ও আচরণ নিয়ে। সোনুর আদুল গা, নিম্নাঙ্গে শর্ট প্যান্ট এবং জুতো, চোখে রোদচশমা। কিন্তু মাথায় নেই হেলমেটের বালাই। ইনস্টাগ্রামে একটি পাতা থেকে সোনুর এই ভিডিয়ো পোস্ট হতেই উঠেতে শুরু করেছে প্রশ্ন। যিনি নিজে পথ নিরাপত্তা, ‘সেফ ড্রাইভ’-এর প্রচার করেন, তিনি এমন কাণ্ড ঘটালেন কী ভাবে?

এই ভিডিয়ো নিমেষে ভাইরাল হয় সমাজমাধ্যমে। অনেক ব্যবহারকারী লাহুল-স্পিতি পুলিশকে ট্যাগও করেছেন এবং ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন। লাহুল-স্পিতির পুলিশ সুপার (এসপি) ইলমা আফরোজ এক সরকারি বিবৃতিতে এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রচারিত হচ্ছে যেখানে একজন সুপরিচিত বলিউড অভিনেতা লাহুল-স্পিতি জেলায় ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করছেন। যদিও ভিডিয়োটি ২০২৩ সালের বলে মনে হচ্ছে, এর সত্যতা যাচাই করা হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য কেইলং সদর দপ্তরের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।’’

এসপি আফরোজ আরও বলেন, “যদি অভিনেতা ট্র্যাফিক আইন লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’ একই সঙ্গে সোনুর মতো কাণ্ডজ্ঞানহীন কাজ না করার অনুরোধও তিনি জানিয়েছেন সাধারণ নাগরিক এবং পর্যটকদের কাছে। এই অঞ্চলে ভ্রমণের সময় ট্র্যাফিক নিয়ম মেনে চলার এবং দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আবেদন জানান।

Sonu Sood Bollywood Actor Spiti Valley safe drive save live
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy