Advertisement
E-Paper

মুখোমুখি জগদ্ধাত্রী-দুর্গা, মা-মেয়ে কি অন্যায় রুখতে একজোট হবে? হাজার পর্বের নয়া চমক

একাধিক ধারাবাহিক মাত্র দু’মাসে বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে স্নেহাশিসের ‘জগদ্ধাত্রী’ কোন মন্ত্রে হাজার পর্ব অতিক্রম করল?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ২০:২৩
অঙ্কিতা মল্লিক এবং রূপসা চক্রবর্তী ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে।

অঙ্কিতা মল্লিক এবং রূপসা চক্রবর্তী ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে। ছবি: ফেসবুক।

সোমবার বলাকা স্টুডিয়োয় হইহই ব্যাপার। এ দিন হাজার পর্ব অতিক্রম করল প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। সকাল থেকে শুটিংয়ের ফাঁকে সকলের হাসিমুখ। সেটের জৌলুস বেড়েছে নানা রঙের বেলুন, ফুলে। যেন ছুটির মেজাজে ধারাবাহিকের প্রত্যেকে। সেই আনন্দ দ্বিগুণ, শুটিংয়ের ফাঁকে যখন বিশাল আকারের কেক হাজির। কিংবা দুপুরে খাবার পাতে ধোঁয়া ওঠা বিরিয়ানি, ফিশ ফ্রাই। সে সব মুহূর্ত ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। এ দিন ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিক আকাশি নীল গাউনে সুন্দরী। নায়ক সৌম্যজিৎ মুখোপাধ্যায় অবশ্য বাঙালি পোশাকেই সুপুরুষ।

এটা প্রযোজকের তরফ থেকে দলের প্রত্যেককে উপহার। দর্শকদের জন্য হাজার পর্ব অতিক্রমের কী বিশেষ উপহার অপেক্ষা করছে?

ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’র হাজার পর্বের উদ্‌যাপন।

ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’র হাজার পর্বের উদ্‌যাপন। ছবি: ফেসবুক।

স্নেহাশিসের কাছে জানতে চেয়েছিল আনন্দবাজার ডট কম। প্রযোজকের কথায়, “ধারাবাহিকের মা-মেয়ে জগদ্ধাত্রী আর দুর্গা। শত্রুদের কারণে মরতে মরতে বেঁচে ফিরেছে জগদ্ধাত্রী। কিন্তু পক্ষাঘাতে আর নিজের পায়ে চলেফিরে বেড়াতে পারে না। হুইলচেয়ারে দিন কাটে তার। অন্য দিকে, তার মেয়ে দুর্গাও বড় হয়েছে। মায়ের মতোই সেও অপরাধীদের যম।” কিন্তু এত দিন তারা পরস্পরের মুখোমুখি হয়নি। আগামী পর্বে সেটাই হতে চলেছে। মা-মেয়ে জুটি বেঁধে কী কী করতে চলেছে? সেটাই হাজার এক পর্বের আকর্ষণ, জানিয়েছেন প্রযোজক। নায়িকা অঙ্কিতা দ্বৈত চরিত্রে! মানে, নতুন চ্যালেঞ্জ তাঁর। কেমন সামলাচ্ছে? এ বার উচ্ছ্বসিত প্রযোজক। জানালেন, অঙ্কিতা এখন যে কোনও চ্যালেঞ্জ হাসতে হাসতে সামলায়। অভিনয়ে এতটাই দক্ষ হয়ে উঠেছে সে।

এক দিকে, একের পর এক নতুন ধারাবাহিক মাত্র এক মাস বা দু’মাস চলার পরেই বন্ধ হয়ে যাচ্ছে। সাপ্তাহিক রেটিং চার্টে টিআরপি তলানিতে। দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে। অন্য দিকে, স্নেহাশিসের ধারাবাহিক অনায়াসে হাজার পর্ব অতিক্রম করে ফেলছে। সাফল্যের রহস্য কি?

“অন্য ধারাবাহিকের সঙ্গে কোনও তুলনায় যেতে চাই না”, জবাবের শুরুতেই সাফ বলেছেন প্রযোজক। তাঁর যুক্তি, “প্রত্যেক দিনের পর্বে নতুন কিছু দেখানোর তাগিদ থাকে আমার মধ্যে। প্রত্যেক দিন নতুন কিছু দেখাতে না পারলে দর্শক দেখবে কেন? তাঁদের বসিয়ে রাখতে তাঁদের পছন্দমাফিক গল্প লেখার চেষ্টা করি। তাই হয়তো আমার ধারাবাহিক সব বয়সের মানুষের পছন্দ।” অভিনয়ের পাশাপাশি গল্পেরও উপরেও আলাদা গুরুত্ব দেন। এ ছাড়াও, বড় পর্দার জনপ্রিয় অভিনেতাদেরও ‘জগদ্ধাত্রী’তে অভিনয় করতে দেখা গিয়েছে। যেমন, শাশ্বত চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত, নীল মুখোপাধ্যায়, অলোক সান্যাল প্রমুখ। এটাও আকর্ষণের আরও একটি কারণ, জানিয়েছেন প্রযোজক।

Jagadhatri Snehasis Chakraborty 1000 episode
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy