Advertisement
E-Paper

সানিয়ার ছেলেকে নিয়ে চিন্তিত বীণা! সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ

সম্প্রতি পাক ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন সানিয়া। সে ছবি সোশ্যাল ওয়ালে ছড়িয়ে পড়তেই বীণা প্রশ্ন তোলেন সানিয়া-শোয়েবের ন’মাসের শিশুপুত্র ইজহানকে নিয়ে। সানিয়া যেখানে আড্ডা দিচ্ছিলেন, সেখানে ধূমপানের ব্যবস্থা ছিল। আর তা সানিয়ার সন্তানের জন্য ক্ষতিকর বলে তোপ দেগেছেন বীণা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০১৯ ১৬:১৩
সানিয়া এবং বীণা।

সানিয়া এবং বীণা।

পাক ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করার সময় থেকেই ট্রোলিং সামলাচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা। সেই বিতর্ক যেন এখনও অব্যাহত। এ বার সানিয়াকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করলেন পাক অভিনেত্রী বীণা মালিক

সম্প্রতি পাক ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন সানিয়া। সে ছবি সোশ্যাল ওয়ালে ছড়িয়ে পড়তেই বীণা প্রশ্ন তোলেন সানিয়া-শোয়েবের ন’মাসের শিশুপুত্র ইজহানকে নিয়ে। সানিয়া যেখানে আড্ডা দিচ্ছিলেন, সেখানে ধূমপানের ব্যবস্থা ছিল। আর তা সানিয়ার সন্তানের জন্য ক্ষতিকর বলে তোপ দেগেছেন বীণা।

বীণা টুইট করেন, ‘সানিয়া, আমি আসলে তোমার সন্তানের জন্য চিন্তিত। তোমরা ওকে সীসা প্লেসে নিয়ে গিয়েছ! আমি যতদূর জানি ওখানে জাঙ্ক ফুড পাওয়া যায়। সেটাও ভাল নয়। তুমি একজন মা এবং খেলোয়াড়ও। তোমার তো এটা ভাল বোঝা উচিত।’

দেখুন, বিনোদনের নানা কুইজ

এর জবাবে সানিয়া লেখেন, অন্য যে কারও থেকে তিনি নিজের সন্তানের অনেক বেশি যত্ন নিতে জানেন। ‘বীণা, আমি ছেলেকে ওখানে নিয়ে যাইনি। আর আমি তো পাক ক্রিকেট টিমের ডায়েটিশিয়ান নই। এমনকি ওদের মা বা প্রিন্সিপাল বা টিচারও নই।’

এ যেন মায়ের থেকে মাসির দরদ বেশি! এমনটাই মনে করছেন সানিয়ার সমর্থকরা। কিন্তু এত সহজে বীণা ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি ফের লেখেন, ‘ডিয়ারেস্ট ভাবী, কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করে কোনও উচ্চতায় পৌঁছতে পারবেন না। ভালবাসা… বীণা মালিক।’

আরও পড়ুন, মানুষ আর মানুষ থাকবে কি? উত্তর খুঁজবে কোয়েল-পরমের ‘বনি’

এর আগে বীণা একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। পরে তা তুলে নেওয়া হয়। সানিয়া অভিযোগ করেন, ওই ভিডিয়ো তাঁর অনুমতি ছাড়াই শুট করা হয়েছিল।

তবে বীণা টুইটারে সানিয়াকে আক্রমণ করার আগে সোশ্যাল ওয়ালে আক্রমণের শিকার হয়েছেন সানিয়া-শোয়েব। সোশ্যাল অডিয়েন্সের একটা বড় অংশ অভিযোগ করেন, গত রবিবার ভারত-পাক ম্যাচের আগে পার্টি করছিলেন তাঁরা। তারই ফলস্বরূপ ভারতের কাছে হেরেছে পাকিস্তান। কিন্তু ভাইরাল হওয়া ওই ছবিটি ম্যাচের আগের দিনের নয় বলে বিবৃতি দিয়েছে পাক ক্রিকেট বোর্ড।

অন্যদিকে বরাবরই বিতর্কের কারণেই লাইমলাইটে থেকেছেন বীণা। ‘বিগ বস’-এ গিয়ে অস্মিত পটেলের সঙ্গে সম্পর্কে জড়ানো হোক, পাক ক্রিকেটার মহম্মদ আসিফের সঙ্গে প্রেম হোক বা ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফোটোশুট বীণাকে বারবার শিরোনামে এনেছে। সানিয়ার সঙ্গেও সোশ্যাল ওয়ালে ঝামেলা বীণার ফের লাইমলাইটে আসার চেষ্টা বলেই মনে করছে কোনও কোনও মহল।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

Veena Malik Sania Mirza Celebrities সানিয়া মির্জা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy