জনপ্রিয় ওয়েব-সিরিজ ট্রিপ-এর অভিনেত্রী স্বপ্না পাব্বি এ বার পাশে দাঁড়ালেন তনুশ্রী দত্তর। নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী যৌন হেনস্থার অভিযোগ আনার পর স্বপ্না এ বার মুখ খুললেন রুপোলি পর্দায় মেয়েদের অবস্থান নিয়ে। ‘আই বিলিভ ইন তনুশ্রী দত্ত’ হেডলাইনে নিজের অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে তিনি তাঁর নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে অভিযোগ করেছেন, মহিলাদের হেনস্থার জন্য শুধুমাত্র পুরুষরাই নয়, অনেকাংশ দায়ী অন্য মহিলারাও।
অভিনেত্রী তাঁর পোস্টে লিখেছেন, একজন অভিনেত্রী হিসেবে তনুশ্রীর মতো অভিজ্ঞতা তাঁর প্রায়ই হয়। সবথেকে কষ্ট হয় যখন কোনও পুরুষের এমন অশ্লীল আচরণের সমর্থনে পাশে থাকেন মেয়েরা। তিনি বলেন, “কর্মক্ষেত্রে অনেক বার দেখেছি, নিজেদের জায়গা বাঁচাতে বা তাঁদের পুরুষ সহকর্মীদের চোখে ভাল থাকতে এই সব ঘটনায় পুরুষদের সমর্থন করেন অন্য মহিলারাই।”
স্বপ্নার ইনস্টাগ্রাম পোস্ট-
আরও পড়ুন: তনুশ্রী যা বলছেন তা শুনে ভয় লাগছে, বললেন অনুষ্কা
আরও পড়ুন: তনুশ্রী দত্তের ঘটনা কি আরও এক বার প্রমাণ করল বলিউড আসলে পুরুষেরই!
তাঁর মতে, একজন মেয়েকে তাঁর পুরুষ সহকর্মীরা হেনস্থা করছে দেখে অন্য মহিলারা অনেক ক্ষেত্রেই বেশ মজা পান। তাঁর জীবনে এই অভিজ্ঞতা অনেক বার ঘটেছে। যখন এমন হেনস্থার মুখে পড়ে তিনি অন্য মেয়েদের কাছেই সাহায্য চাইতে গিয়েছেন, তখন দেখেছেন তাঁরা হাসছেন, ব্যঙ্গ করছেন।
এ বিষয়ে নিজের একটি তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন স্বপ্না। এক বার একটি গানের শুটিংয়ের জন্য তাঁকে বিকিনি পরতে বলা হয়েছিল। কিন্তু অনেক ক্ষণের শুট হওয়ায় বিকিনিতে তাঁর অস্বস্তি হচ্ছিল। এ কথা জানানোয় প্রজেক্ট প্রডিউসার তাঁকে নিয়ে ব্যঙ্গ করেন। স্বপ্নার দাবি, ‘সামান্য ব্রা’ নিয়ে এত অস্বস্তি হওয়ায় ব্যঙ্গ করেন প্রডিউসারের মহিলা সহকর্মীও।