সইফ আলি খান ও অমৃতা সিংহের কন্যা সারা আলি খানের বলিউড অভিষেক ভাল ভাবেই হয়। রাতারাতি দর্শক থেকে সংবাদমাধ্যমের প্রিয়পাত্রী হয়ে ওঠেন অভিনেত্রী। কিন্তু বছরকয়েক ঘুরতে না ঘুরতে সারাকে নিয়ে একের পর এক ট্রোল শুরু হয়। সমাজমাধ্যমে তাঁকে নিয়ে চলে ‘মিম’। সারা অভিনীত কোনও সিনেমায় পর্দায় তেমন সাফল্য পাচ্ছে না। উল্টে প্রতি সিনেমার পরে কপালে জুটছে কটাক্ষ। কখনও তাঁর সংলাপ বলার ধরন, কখনও আবার তাঁর সাজ, কখনও তাঁর শিবভক্তি— যা তিনি করছেন তাতেই ভুল ধরছেন একাংশ। সেটা দেখেই প্রতিনিয়ত আঘাত পাচ্ছেন সারার মা।
ইনস্টাগ্রামে সারার জুরি মেলা ভার। সব সময় নানা ধরনের ছবি পোস্ট করতেই থাকেন নায়িকা। দর্শকের কাছ থেকে ভালবাসাও কুড়িয়েছেন তিনি। কিন্তু বছরখানেক ধরেই একের পর এক বিতর্ক। তাই সারা চান মাকে সমাজমাধ্যমে ব্লক করে রাখতে। সারা নিজেও বিভিন্ন সময় জানিয়েছেন, তাঁকে নিয়ে লোকে সমালোচনা করুক, সেটা সহ্য করার শক্তি রয়েছে তাঁর। কিন্তু মা অমৃতা সবার সব মন্তব্য পড়েন, যেটা তাঁর মায়ের উপর প্রভাব ফেলে। যদিও মুখে নাকি মেয়েকে তাঁর প্রকাশ দেখান না।