কেবল একটি কাপড়ের দড়ির ধরে পেন্ডুলামের মতো দুললেন তিনি এ-দিক থেকে ও-দিক। মলদ্বীপে বেড়াতে গিয়ে নিখুঁত ‘এরিয়াল যোগাসন’-এ মগ্ন অভিনেত্রী সারা আলি খান।
এরিয়াল ফর্মে ঘরের বা মঞ্চের ছাদ থেকে একটি ঝুলন্ত কিছুর সাহায্যে শূন্যে ভাসিয়ে দেওয়া হয় শরীর। এই ভিডিয়োয় দেখা যাচ্ছে অভিনেত্রী ঝুলন্ত কাপড়ের দড়িকেই নিজের দোলনা বানালেন। তলপেটে ভর দিয়ে উপুড় হয়ে শুয়ে পড়লেন দড়ির উপর।
মলদ্বীপে ঘুরতে গিয়েছেন সারা আলি খান। সঙ্গে তাঁর ভাই হবু-অভিনেতা ইব্রাহিম খান ও মা অভিনেত্রী অমৃতা সিংহ।