একটি ছবি। অনেক ধাঁধা। এটাই পরিচালক সায়ন্তন ঘোষাল এবং এসকে মুভিজের আগামী ছবি ‘স্বস্তিক সংকেত’। রবিবাসরীয় সকালে আনন্দবাজার অনলাইন এবং প্রযোজনা সংস্থা যৌথ ভাবে প্রকাশ্যে আনল ছবির পোস্টার। প্রেক্ষাগৃহে ‘স্বস্তিক সংকেত’ মুক্তি পাবে জানুয়ারিতে। ছবির নাম থেকে লোগো, সবেতেই রহস্য ছড়িয়ে। আনন্দবাজার অনলাইনকে এমনই জানিয়েছেন স্বয়ং পরিচালক।
স্বস্তিক চিহ্ন যে কোনও শুভ কাজে আঁকা হয়। ছবিতে, পোস্টারে সেটাই উল্টো ভাবে দেখানো হচ্ছে। যেন নাৎসি বাহিনির লোগো। কেন? ভাবুন, দর্শকেরা ভাবুন!
ভাবার মতো আরও অনেক কিছুই আছে। সায়ন্তনের আগামী ছবিতে হিটলার, নেতাজি হয়ে আধুনিক ক্রিপ্টোগ্রাফি বা সংকেত তত্ত্ব এবং অতিমারির আভাসও রয়েছে। একটি ছবিতে এত কিছু উপাদান কেন? ‘ব্যোমকেশ’, ‘যকের ধন’-এর মতো সোজাসাপ্টা নয় কেন? জবাবে পরিচালকের যুক্তি, রহস্য তাঁর প্রিয়।