Advertisement
২১ মে ২০২৪
Sean Banerjee

অভিনয়ের পাশাপাশি অসাধারণ শিল্পী, সুপ্রিয়া দেবীর ছবিও এঁকেছেন নাতি শন

শন অকপট, “শুটিংয়ের পর্বটা এত ক্লান্তিকর, শখের জন্য সময় পাওয়া যায় না। আমাদের ব্যাঙ্কিং খুব একটা বেশি নেই। শুটিং নিয়েই ব্যস্ত, সকাল থেকে রাত।”

শন বন্দ্যোপাধ্যায়।

শন বন্দ্যোপাধ্যায়।

মৌসুমী বিলকিস
কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ১৭:২০
Share: Save:

ধারাবাহিকের সঙ্গে যুক্ত অভিনেতাদের পেশা সামলে শখের বিষয় চর্চা করার সময় খুব কম। কিন্তু তার মধ্যেও নেশার জোরেই চর্চা চালিয়ে যান কেউ কেউ। ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের নায়ক উজান, মানে শন বন্দ্যোপাধ্যায় সময় পেলেই শখের বিষয় চর্চা করেন। শখের বিষয় চর্চা করার জন্য এই মুহূর্তে সময় পাচ্ছেন?

শন অকপট, “শুটিংয়ের পর্বটা এত ক্লান্তিকর, শখের জন্য সময় পাওয়া যায় না। আমাদের ব্যাঙ্কিং খুব একটা বেশি নেই। শুটিং নিয়েই ব্যস্ত, সকাল থেকে রাত।”

আপনার শখের বিষয় কী? শন বললেন, “আমি স্কেচিং করি, পেন্টিং করি, স্কাল্পচার করি। বক্সিং পছন্দ করি। সাঁতার কাটতেও খুব ভাল লাগে।”

দিল্লি কলেজ অফ আর্টস-এর ফাইন আর্টস বিষয়ের প্রাক্তন ছাত্র শন। সময় পেলেই বসে পড়েন ছবি আঁকতে। ঠিক কী ধরনের কাজ করতে বেশি ভাল লাগে? তিনিজানালেন, “পেন অ্যান্ড ইঙ্ক, পেনসিল স্কেচ। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে মনোক্রোম খুবই পছন্দ করি। আমার প্রায় সমস্ত ছবি মনোক্রোম, কালার খুব কম পাওয়া যাবে।”

আরও পড়ুন- ড্রোন উড়িয়ে শুটিং করায় বিপাকে সৃজিত, হল জরিমানা

পছন্দের শিল্পী কে? তিনি বললেন, “আমার ফেভারিট সালভাদর দালি এবং ভ্যান গঘ।”

বাঁ দিকে শনের আঁকা এবং ডান দিকে ‘মেঘে ঢাকা তারা’র সুপ্রিয়া

কখনও দিদার (সুপ্রিয়া দেবী) ছবি এঁকেছেন? শন, “হ্যাঁ, এঁকেছি।”

‘মেঘে ঢাকা তারা’-র নীতার ছবিই এঁকেছেন তিনি। ঘরের বেড়ার ফাঁক দিয়ে বিচ্ছুরিত আলোর প্রেক্ষাপটে নীতার মুখ। ঋত্বিক ঘটকের ভাবনায়, দীনেন গুপ্তর ক্যামেরায় লো অ্যাঙ্গেল ক্লোজ শটে ধরানীতার সেইব্যথাতুর চোখ শন ফুটিয়ে তুলেছেন তাঁর স্কেচের আলো-আঁধারিতে।

আরও পড়ুন-দাদুর মৃত্যুর পরদিনই পার্লারে গিয়ে কটাক্ষের শিকার মেয়ে নাইসা, এ বার মুখ খুললেন অজয়

ছবি দেখে আপনার দিদা কিছু বলেছেন? শন জানালেন, “ছবিটা দিদার মৃত্যুর পর এঁকেছি।”

দিদার ছবি একে তাঁকে দেখাতে না পারার মন খারাপ তো আছেই। কিন্তুতাঁরঅন্যান্য ছবি দেখে সুপ্রিয়া দেবী কখনও কিছু বলতেন? তাঁর স্বরে ছুঁয়ে গেল বিষণ্ণতা, “আমাকে দিদা ফুল পারসিউ করতেন। কিন্তু আমি হবি হিসেবেই নিয়েছি, অকুপেশন হিসেবে কখনও নিতে পারব না। এটা আমার ভাল লাগার জায়গা, প্যাশন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE