ফিটনেসের দিক থেকে অপ্রতিরোধ্য জ্যাকলিন ফার্ন্ডান্ডেজ। মাঝেমধ্যেই ‘জরা হটকে’ কেরামতি দেখিয়ে তাক লাগিয়ে দিতে ওস্তাদ এই শ্রীলঙ্কান বলিউডি অভিনেত্রী। সম্প্রতি ‘এ জেন্টলম্যান’ ছবিতে ‘চন্দ্রলেখা’ গানে জ্যাকলিনের পোল ডান্সও বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছে দর্শকদের।
আরও পড়ুন: অমিতাভ, শাহরুখের সঙ্গে কী কিনছে আব্রাম?
আরও একবার নিজের ফিটনেসের প্রমাণ দিয়ে চমকে দিলেন জ্যাকলিন। সম্প্রতি ইন্সটাগ্রামে জিম সেশনের একটি ছবি পোস্ট করেছেন নায়িকা। ছবির ক্যাপশনে লিখেছেন “Yogini with @lanaroxy”।
দেখুন জ্যাকলিনের সেই পোস্ট